১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন আরও ২ জন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 7

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার জাতীয় বার্নে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নুরী জান্নাত (ইউশা) ও শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নুরী জান্নাতের শরীরের ১০ শতাংশ দগ্ধ ছিল এবং শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ ছিল। গত ২২ জুলাই থেকে তারা এখানে ভর্তি ছিলেন।

মো. নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত মোট ১৪ জন দগ্ধকে আমরা ছাড়পত্র দিয়েছি। তবে এখনো হাসপাতালে ২৪ জন ভর্তি। যার মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা রয়েছে। এছাড়া আমাদের এখানে চিকিৎসাধীন ১৮ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নুরী জান্নাত ইউশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়। শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। তার বাসা উত্তরার দক্ষিণ খান এলাকায়।

কাজী আল-আমিন/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন আরও ২ জন

আপডেট সময়ঃ ১২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার জাতীয় বার্নে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নুরী জান্নাত (ইউশা) ও শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নুরী জান্নাতের শরীরের ১০ শতাংশ দগ্ধ ছিল এবং শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ ছিল। গত ২২ জুলাই থেকে তারা এখানে ভর্তি ছিলেন।

মো. নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত মোট ১৪ জন দগ্ধকে আমরা ছাড়পত্র দিয়েছি। তবে এখনো হাসপাতালে ২৪ জন ভর্তি। যার মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা রয়েছে। এছাড়া আমাদের এখানে চিকিৎসাধীন ১৮ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নুরী জান্নাত ইউশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়। শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। তার বাসা উত্তরার দক্ষিণ খান এলাকায়।

কাজী আল-আমিন/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।