ভারতের
পশ্চিমবঙ্গের
রাজধানী
কলকাতায়
প্রথমবারের
মতো
শীতাতপনিয়ন্ত্রিত
লোকাল
ট্রেন
চালু
হয়েছে।
শিয়ালদহ
থেকে
নৈহাটি
জেলার
রানাঘাট
পর্যন্ত
চলবে
ট্রেনটি।
সময়
লাগবে
১
ঘন্টা
২০
মিনিট।
রোববার
দুপুরে
কলকাতার
শিয়ালদহ
স্টেশনে
ট্রেনটির
উদ্বোধন
করেন
কেন্দ্রীয়
প্রতিমন্ত্রী
সুকান্ত
মজুমদার।
টিকিট
কাটা
যাবে
সাপ্তাহিক,
পাক্ষিক
ও
মাসিক।
ট্রেনটি
এই
লাইনের
সব
স্টেশনে
থামবে।
বিধাননগর
(উল্টোডাঙ্গা),
দমদম,
সোদপুর,
খড়দা,
বারাকপুর,
নৈহাটি,
কাচড়াপাড়া,
কল্যানী
ও
রানাঘাটে
ওঠানামা
করতে
পারবেন
যাত্রীরা।
এডমিন 













