আল-শরিফ
উত্তর
গাজা
থেকে
দীর্ঘদিন
ধরে
নিয়মিত
প্রতিবেদন
করে
আসছিলেন।
গতকাল
আল
শিফা
হাসপাতালের
প্রধান
ফটকের
বাইরে
সাংবাদিকদের
জন্য
স্থাপিত
একটি
তাঁবুতে
ইসরায়েলি
হামলায়
মারা
যান
তিনি।
নিহত
হওয়ার
কিছুক্ষণ
আগে
এক্সে
(সাবেক
টুইটার)
আল-শরীফ
লিখেছেন,
গাজা
নগরীর
পূর্ব
ও
দক্ষিণ
অংশে
তীব্র
বোমাবর্ষণ
শুরু
করেছে
ইসরায়েল।
তাঁর
শেষ
ভিডিওতে
ইসরায়েলের
ভয়াবহ
ক্ষেপণাস্ত্র
হামলার
তীব্র
বিস্ফোরণের
শব্দ
শোনা
যায়।
এতে
অন্ধকার
আকাশ
মুহূর্তের
জন্য
কমলা
আলোয়
আলোকিত
হয়ে
ওঠে।
আল-শরীফকে
হত্যার
পর
এক
বিবৃতিতে
ইসরায়েলি
সেনাবাহিনী
তাঁর
বিরুদ্ধে
হামাসের
একটি
শাখার
নেতৃত্ব
দেওয়ার
অভিযোগ
করেছে।
ফিলিস্তিনি
ওই
সংগঠনের
সঙ্গে
তাঁর
সম্পৃক্ততার
‘সুনির্দিষ্ট
প্রমাণ’
সম্বলিত
নথি
তাদের
কাছে
আছে
বলে
দাবি
তাদের।
এডমিন 













