এই
শিক্ষক
আরও
বলেন,
আচরণবিধি
মেনে
সবাই
ফরম
নিচ্ছেন।
সাতজনের
মধ্যে
একজন
ফরম
পূরণ
করে
জমাও
দিয়েছেন।
এটা
অত্যন্ত
ইতিবাচক
দিক
বলে
তাঁরা
মনে
করছেন।
মঙ্গলবার
বিকেলে
ঢাকা
বিশ্ববিদ্যালয়
নবাব
নওয়াব
আলী
চৌধুরী
সিনেট
ভবনের
তৃতীয়
তলায়
অবস্থিত
চিফ
রিটার্নিং
কর্মকর্তার
দপ্তরে
গিয়ে
দেখা
যায়,
প্রার্থীরা
সশরীর
এসে
মনোনয়নপত্র
সংগ্রহ
করছেন।
সেখানে
তেমন
ভিড়
দেখা
যায়নি।
প্রথম
দিনে
ডাকসুর
আন্তর্জাতিক
সম্পাদক
পদে
মনোনয়নপত্র
সংগ্রহ
করেছেন
ইসলামিক
স্টাডিজ
বিভাগের
শিক্ষার্থী
মোস্তাকিম
মাহমুদ
রাহিম।
তিনি
প্রথম
আলোকে
বলেন,
‘আমি
আন্তর্জাতিক
সম্পাদক
পদে
মনোনয়ন
নিয়েছি।
পরে
জমা
দেব।
প্রার্থী
হিসেবে
সবার
জন্য
লেভেল
প্লেয়িং
ফিল্ড
যাতে
বজায়
থাকে,
সেই
প্রত্যাশা
থাকবে।
তারপর
ফলাফল
যা-ই
হোক
না
কেন,
আশা
করি
সবাই
মেনে
নেবেন।
এডমিন 












