নিহত
মিজানুর
রহমানের
ছোট
বোন
শাহনাজ
আক্তার
বলেন,
তাঁর
ভাইকে
পূর্বশত্রুতার
জেরে
নারায়ণগঞ্জ
বা
এখলাশপুর
এলাকায়
দুর্বৃত্তরা
গুলি
করে
হত্যা
করে
সড়কে
ফেলে
গেছে।
তবে
কার
সঙ্গে
শত্রুতা
ছিল,
জানেন
না।
তাঁর
স্ত্রী
এলে
হয়তো
জানা
যাবে।
তিনি
ভাইয়ের
হত্যার
বিচার
দাবি
করেন।
মিজানুর
রহমানের
স্ত্রী
শারমিন
আক্তারের
সঙ্গে
যোগাযোগের
চেষ্টা
করা
হলে
তিনি
ফোন
ধরেননি।
মতলব
উত্তর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মো.
রবিউল
হক
বলেন,
মরদেহ
উদ্ধার
করে
ময়নাতদন্তের
জন্য
চাঁদপুর
জেনারেল
হাসপাতালে
পাঠানোর
প্রক্রিয়া
চলছে।
এটি
পরিকল্পিত
হত্যাকাণ্ড।
কে
বা
কারা
করেছে,
তদন্তে
বেরিয়ে
আসবে।
পূর্বশত্রুতা
বা
অন্য
কোনো
বিরোধের
জেরেই
হত্যাকাণ্ড
হয়েছে
বলে
প্রাথমিকভাবে
ধারণা
করছেন
তাঁরা।
এ
ঘটনায়
থানায়
হত্যা
মামলা
প্রক্রিয়াধীন।
এডমিন 












