স্পিনারদের
হাওয়ায়
ভাসানো
বলটাকে
হাওয়ায়
ভাসিয়ে
গ্যালারিতে
পাঠানোর
দম,
সাহস
ও
দক্ষতা
ওপেনারদের
থাকতে
হয়।
পেসারদের
বিপক্ষে
নতুন
বলে
ব্যাটটা
চালাতেই
হয়।
আর
এই
দম,
সাহস
ও
দক্ষতা
পারভেজ
ও
তানজিদের
আছে।
সে
কারণেই
এই
ছক্কার
তালিকাতেও
এই
দুজনই
বাংলাদেশের
শীর্ষে।
তানজিদ
চলতি
বছরে
ছক্কা
মেরেছেন
বাংলাদেশ
সর্বোচ্চ
৫৫টি।
ইনিংসও
বেশি
খেলেননি,
২২টি।
চারের
(৪৮)
চেয়ে
ছক্কাই
বেশি।
২৮
গড়
আর
১৪৪.৮৮
স্ট্রাইক
রেটে
মোট
রান
করেছেন
৭৬৫।
সমান
২২
ম্যাচে
পারভেজ
ছক্কা
মেরেছেন
দ্বিতীয়
সর্বোচ্চ
৪৩টি।
পারভেজ
করেছেন
৬১০
রান,
গড়
৩০.৫০,
স্ট্রাইক
রেট
১৪১.২০।
পারভেজের
চেয়ে
১
রান
কম
করা
লিটন
দাসের
ছক্কা
২৮টি।
তিনিও
ইনিংস
খেলেছেন
২২টি।
সমান
২৮টি
ছক্কা
আছে
জাকের
আলীরও।
লিটন
জাকেরের
চেয়ে
একটি
বেশি
মানে
২৯টি
ছক্কা
আছে
মোহাম্মদ
নাঈমের।
নাঈম
ইনিংস
খেলেছেন
১৭টি,
জাকের
২১টি।
এডমিন 







