চাশতের
নামাজের
সময়
সূর্যোদয়ের
পর
থেকে
শুরু
হয়
এবং
জোহর
নামাজের
সময়
শুরু
হওয়ার
আগ
পর্যন্ত
চলে।
এটি
সাধারণত
সকালের
প্রথমাংশে
আদায়
করা
হয়।
বিস্তারিতভাবে
বর্ণনা
করা
হলো:
শুরুর
সময়:
সূর্যোদয়ের
প্রায়
১৫-২০
মিনিট
পর,
যখন
সূর্যের
লাল
আভা
চলে
যায়
এবং
সূর্য
কিছুটা
উপরে
উঠে।
এই
সময়টি
নিষিদ্ধ
নামাজের
সময়ের
বাইরে।
শেষের
সময়:
সূর্য
মাথার
উপরে
মধ্যাহ্নে
পৌঁছানোর
ঠিক
আগে,
অর্থাৎ
জোহরের
ওয়াক্ত
শুরু
হওয়ার
আগ
পর্যন্ত।
সর্বোত্তম
সময়:
হাদিস
অনুযায়ী,
সকালের
মাঝামাঝি
সময়,
যখন
সূর্য
বেশ
উঁচুতে
উঠে
যায়
এবং
দিনের
তাপ
বাড়তে
শুরু
করে,
তখন
চাশতের
নামাজ
পড়া
উত্তম।
আবু
হুরায়রা
(রা.)
বর্ণিত
হাদিসে
চাশতের
নামাজ
সকালে
সূর্য
উঁচু
হওয়ার
পর
পড়ার
কথা
বলা
হয়েছে।
(সুনান
তিরমিজি,
হাদিস:
৪৭৪)
বাংলাদেশে
সূর্যোদয়
যদি
সকাল
৫:৩০
এ
হয়
এবং
জোহরের
ওয়াক্ত
দুপুর
১২:০০
টায়
শুরু
হয়,
তবে
চাশতের
নামাজের
সময়
সকাল
৫:৫০
থেকে
১১:৫০
পর্যন্ত।
সর্বোত্তম
সময়
হতে
পারে
সকাল
৮:০০
থেকে
১০:০০
এর
মধ্যে।