০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা পিতা-পুত্রসহ ৮ জনের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 17

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫)-কে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা পিতা-পুত্রসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি দায়ের করেন ইতালি প্রবাসী মাসুম শেখের স্ত্রী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।

মামলার আসামিরা হলেন: বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আ. রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মো. নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান এবং রায়পুর গ্রামের নারান দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জ্বল দাস।

মামলার অভিযোগে বলা হয়, মো. মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালিতে যান। তাঁর স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাঁকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয় এবং পরে বালিয়াকান্দি থেকে বদলি হয়ে তিনি ফরিদপুরে চলে যান। মামলাটি প্রত্যাহার করা হয় এবং বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ইতালি থেকে দেশে আসার পর শুক্রবার (১৫ আগস্ট) মাসুম শেখ বালিয়াকান্দিতে জুমার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তাঁর ছেলে শিবলুসহ লোকজন নিয়ে তাঁর কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় মাসুমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। থানা পুলিশ তাঁকে তাদের হাত থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মামলা দায়েরের পর সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে চুন্নুসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ইতালি প্রবাসী মাসুম শেখ, জি.এম. মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালুমহাল দখল করাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। জেল থেকে বের হয়ে পুনরায় এসকল অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যার কোনো আয়ের উৎস নেই, সে এখন বাড়ীতে ৫তলা ভবন নির্মাণ করছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ইতালি প্রবাসী মাসুম শেখ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। তাঁর দলীয় কোনো পদ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হবে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

বিএনপি নেতা পিতা-পুত্রসহ ৮ জনের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা

আপডেট সময়ঃ ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫)-কে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা পিতা-পুত্রসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি দায়ের করেন ইতালি প্রবাসী মাসুম শেখের স্ত্রী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।

মামলার আসামিরা হলেন: বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আ. রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মো. নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান এবং রায়পুর গ্রামের নারান দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জ্বল দাস।

মামলার অভিযোগে বলা হয়, মো. মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালিতে যান। তাঁর স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাঁকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয় এবং পরে বালিয়াকান্দি থেকে বদলি হয়ে তিনি ফরিদপুরে চলে যান। মামলাটি প্রত্যাহার করা হয় এবং বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ইতালি থেকে দেশে আসার পর শুক্রবার (১৫ আগস্ট) মাসুম শেখ বালিয়াকান্দিতে জুমার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তাঁর ছেলে শিবলুসহ লোকজন নিয়ে তাঁর কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় মাসুমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। থানা পুলিশ তাঁকে তাদের হাত থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মামলা দায়েরের পর সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে চুন্নুসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ইতালি প্রবাসী মাসুম শেখ, জি.এম. মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালুমহাল দখল করাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। জেল থেকে বের হয়ে পুনরায় এসকল অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যার কোনো আয়ের উৎস নেই, সে এখন বাড়ীতে ৫তলা ভবন নির্মাণ করছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ইতালি প্রবাসী মাসুম শেখ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। তাঁর দলীয় কোনো পদ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হবে।

সালাউদ্দিন/সাএ