ঢাকার
ধামরাইয়ে
সাবেক
স্ত্রীকে
কুপিয়ে
হত্যার
পর
বিষ
পান
করেন
এক
যুবক।
খবর
পেয়ে
পুলিশ
তাঁকে
উদ্ধার
করে
হাসপাতালে
নিলে
চিকিৎসাধীন
অবস্থায়
তিনি
মারা
যান।
আজ
বুধবার
সকালে
ধামরাই
উপজেলার
কালামপুর
বাসস্ট্যান্ড
এলাকায়
এ
ঘটনা
ঘটে।
পুলিশ
বলছে,
পারিবারিক
কলহের
জেরে
সাবেক
স্ত্রীকে
কুপিয়ে
হত্যার
পর
বিষ
পান
করে
ওই
যুবক
‘আত্মহত্যা’
করেছেন
বলে
প্রাথমিকভাবে
ধারণা
করা
হচ্ছে।
নিহত
নারীর
নাম
সেলিনা
আক্তার
(২৫)।
তিনি
কালামপুর
বাসস্ট্যান্ড
এলাকার
আনছার
আলীর
মেয়ে।
আর
ওই
যুবকের
নাম
বদির
শেখ
(২৮)।
তিনি
একই
উপজেলার
বাথুলি
এলাকার
ইনসান
আলীর
ছেলে।
এডমিন 







