প্রধান
অতিথির
বক্তব্যে
বাংলাদেশ
জ্বালানি
ও
বিদ্যুৎ
গবেষণা
কাউন্সিলের
(বিইপিআরসি)
চেয়ারম্যান
মোহাম্মদ
ওয়াহিদ
হোসেন
বলেন,
বিশ্ববিদ্যালয়গুলোর
সর্বোচ্চ
কর্মকর্তারা
ভবন
নির্মাণে
যতটা
আগ্রহী,
গবেষণায়
ততটা
আগ্রহী
নন।
তিনি
বলেন,
সারাক্ষণই
সমস্যা
আসে।
তাঁরা
সমাধানের
চেষ্টা
করতে
থাকেন।
কিন্তু
সমস্যা
যেন
না
আসে,
তার
জন্য
যে
গবেষণা
দরকার—তাতে
সরকার,
দেশ,
বিশ্ববিদ্যালয়
ও
আমলাতন্ত্রের
প্রচুর
ঘাটতি
আছে।
মোহাম্মদ
ওয়াহিদ
হোসেন
আরও
বলেন,
মৌলিকভাবে
ফ্যাসিবাদী,
লুণ্ঠনকারী
সরকারকে
রক্তের
বন্যায়
বিদায়
করা
হয়েছে।
কিন্তু
সবাই
নিজেকে
কি
খুব
পাল্টেছে?
অনেকে
বলে,
পল্লী
বিদ্যুৎ
সমিতিতে
ভোক্তাদের
প্রতিনিধি
নিশ্চিত
করতে
হবে।
প্রতিনিধি
কিন্তু
আছে।
ভোট
দিয়েই
তাঁদের
প্রতিনিধি
বানানো
হয়।
অথচ
সংযোগ
দেওয়ার
ক্ষেত্রে
দালালচক্র
নিয়ন্ত্রণসহ
বড়
অপকর্মও
তাঁরাই
করেন।
ভুল
স্বীকার
করে
ভালো
মানুষ
হয়েই
এর
সুরাহা
করতে
কবে।
অন্য
সব
পেশাকে
চোর
বলে,
খারাপ
বললেও
তারা
কিন্তু
নিজের
দিকে
তাকায়
না।
নিজেদের
ভালো
হওয়া
গুরুত্বপূর্ণ।
পাশাপাশি
সমস্যা
সমাধানে
নাগরিক
সমাজের
আওয়াজ
জারি
রাখতে
হবে।
কারণ,
কথা
বললে
কিছু
কাজ
হয়।
এডমিন 







