প্রার্থী
কম
থাকায়
ছাত্রী
হলগুলোতে
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
নির্বাচন
হচ্ছে
না
বলে
মনে
করছেন
সংশ্লিষ্ট
ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয়ের
হল
সংসদের
গঠনতন্ত্র
অনুযায়ী
১৫টি
পদে
নির্বাচন
হওয়ার
কথা।
তবে
ছাত্রীদের
অন্তত
পাঁচটি
হলে
১৫টি
পদে
প্রার্থী
পাওয়া
যায়নি।
ছাত্রীদের
বাকি
হলগুলোতেও
প্রার্থীর
সংখ্যা
পদের
তুলনায়
অনেক
কম।
একটিতে
সমানে
সমান।
তবে
এই
প্রার্থীদের
মধ্যে
একই
পদে
একাধিক
জন
আছেন
কি
না,
তা
এখনই
জানা
যাচ্ছে
না।
অপেক্ষা
করতে
হবে
চূড়ান্ত
প্রার্থী
তালিকা
প্রকাশ
পর্যন্ত।
নির্বাচন
কমিশন
সূত্রে
পাওয়া
হলভিত্তিক
মনোনয়নপত্র
দাখিলের
তথ্য
বিশ্লেষণ
করে
দেখা
গেছে,
বিশ্ববিদ্যালয়ের
নওয়াব
ফয়জুন্নেসা
হলে
৬
জন,
১৩
নম্বর
ছাত্রী
হলে
৬
জন,
সুফিয়া
কামাল
হলে
১০
জন,
বেগম
খালেদা
জিয়া
হলে
১১
জন
ও
প্রীতিলতা
হলে
১৩
জন
প্রার্থী
মনোনয়নপত্র
দাখিল
করেছেন।
এ
ছাড়া
ফজিলাতুন্নেছা
হলে
১৫
জন,
জাহানারা
ইমাম
হলে
১৬
জন
এবং
১৫
নম্বর
ছাত্রী
হল,
বীর
প্রতীক
তারামন
বিবি
হল
ও
রোকেয়া
হলে
১৭
জন
করে
প্রার্থী
মনোনয়নপত্র
দাখিল
করেছেন।
এসব
হলের
বেশির
ভাগ
পদে
কোনো
প্রতিদ্বন্দ্বিতা
ছাড়াই
নির্বাচন
অনুষ্ঠিত
হতে
পারে।
বিশ্ববিদ্যালয়ের
১৫
নম্বর
ছাত্রী
হলের
আবাসিক
শিক্ষার্থী
বহ্নি
আহমেদ
প্রথম
আলোকে
বলেন,
‘আমার
হলে
১৫টি
পদে
মাত্র
১৭
জন
প্রার্থী
হয়েছেন।
মনোনয়ন
প্রত্যাহারের
সময়
অনেকে
মনোনয়নপত্র
প্রত্যাহার
করতে
পারেন।
সে
ক্ষেত্রে
প্রার্থীদের
মধ্যে
প্রতিদ্বন্দ্বিতা
হওয়ার
সম্ভাবনা
খুবই
কম।’
এডমিন 







