২০২৩
সালে
বিশ্ববিদ্যালয়ের
শুরু
থেকেই
কিশোরগঞ্জ
শহরের
গুরুদয়াল
সরকারি
কলেজের
১০
তলা
একাডেমিক
ভবনের
তৃতীয়,
চতুর্থ
ও
পঞ্চম
তলা
দুই
বছরের
জন্য
বরাদ্দ
নিয়ে
প্রাথমিক
কার্যক্রম
শুরু
করা
হয়।
তবে
সেটির
চুক্তি
মেয়াদ
ইতিমধ্যে
শেষ
হয়েছে।
এ
বিষয়ে
কিশোরগঞ্জ
বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার
নাইলা
ইয়াসমিন
বলেন,
সরকার
পরিবর্তিত
হওয়ায়
বিশ্ববিদ্যালয়ের
স্থায়ী
ক্যাম্পাসের
জমি
অধিগ্রহণের
প্রক্রিয়া
বাধাগ্রস্ত
হয়।
তবে
চলতি
বছরের
জুন
মাসের
দিকে
জমি
অধিগ্রহণের
জন্য
তাঁরা
প্রশাসনিক
অনুমোদন
পেয়েছেন।
এ
নিয়ে
তাঁরা
জেলা
প্রশাসনের
সঙ্গে
যোগাযোগসহ
পুরোদমে
কাজ
চালিয়ে
যাচ্ছেন।
জমি
অধিগ্রহণ
করতে
হয়তো
ছয়
মাসের
মতো
সময়
লাগতে
পারে।
তবে
জমি
অধিগ্রহণ
হয়ে
গেলে
তাঁরা
স্থায়ী
ক্যাম্পাসের
জায়গায়
টিনের
চালাঘর
বেঁধে
হলেও
সেখানে
চলে
যাবেন।
শিক্ষার্থীদের
দাবিকে
যৌক্তিক
উল্লেখ
করে
উপাচার্য
দিলীপ
কুমার
বড়ুয়া
প্রথম
আলোকে
বলেন,
‘আমরাও
চাই
দ্রুত
এখান
থেকে
স্থায়ী
ক্যাম্পাসে
যেতে।
জমি
অধিগ্রহণের
সব
বরাদ্দ
আমাদের
কাছে
আছে।
আশা
করি,
৮
থেকে
৯
মাসের
মধ্যে
সমাধান
হয়ে
যাবে।
শিক্ষার্থীদের
ওই
সময়
পর্যন্ত
ধৈর্য
ধরতে
বলছি।’
এডমিন 







