সাংবাদিক
বিভুরঞ্জন
সরকারের
মতো
পরিণতি
যেন
আর
কারও
না
হয়,
সেই
প্রার্থনা
করেছেন
তাঁর
ছোট
ভাই
চিররঞ্জন
সরকার।
শুক্রবার
রাতে
মুন্সিগঞ্জ
জেনারেল
হাসপাতালের
মর্গে
ভাইয়ের
লাশ
শনাক্ত
করার
পর
এ
কথা
বলেন
তিনি।
বিভুরঞ্জন
সরকারের
পরিবারের
কারও
সঙ্গে
কোনো
মনোমালিন্য
ছিল
না
জানিয়ে
চিররঞ্জন
সরকার
বলেন,
‘কর্মক্ষেত্রে
সহকর্মীদের
সঙ্গে
কিছু
ছিল
কি
না
আমরা
জানি
না।
এটি
আত্মহত্যা,
না
খুন,
না
পরিকল্পিত
কোনো
ঘটনা,
আমরা
জানি
না।
এ
বিষয়ে
কোনো
মন্তব্য
করতে
চাই
না।
তিনি
কীভাবে
মারা
গেলেন,
সেটি
আমরা
জানি
না।
আমি
শুধু
এই
টুকুই
বলব,
এমন
পরিণতি
যেন
আর
কারও
না
হয়।’
৭১
বছর
বয়সী
বিভুরঞ্জন
সরকার
দৈনিক
আজকের
পত্রিকার
জ্যেষ্ঠ
সহকারী
সম্পাদক
ছিলেন।
গত
বৃহস্পতিবার
সকাল
১০টার
দিকে
কর্মস্থলে
যাওয়ার
কথা
বলে
রাজধানীর
সিদ্ধেশ্বরীর
বাসা
থেকে
বের
হন
তিনি।
এর
পর
থেকে
তাঁর
খোঁজ
পাওয়া
যাচ্ছিল
না।
এডমিন 







