শাহরিয়ার
হোসেন
লোকনৃত্য,
আধুনিক
নাচ
ও
বেলি
ডান্সে
নিজেকে
পারদর্শী
করে
তোলেন।
এ
জন্য
কোনো
ওস্তাদের
দ্বারস্থ
হননি।
আন্তর্জাতিক
বিভিন্ন
শিল্পীর
নাচ
দেখে
দেখে
নিজে
কঠোর
পরিশ্রম
করে
নাচের
কঠিন
সব
ধাপ
আয়ত্ত
করেন
বলে
জানান
শাহরিয়ার।
শাহরিয়ার
বলেন,
ভারতের
এক
বন্ধুর
মাধ্যমে
যুক্তরাজ্যের
গ্লোবাল
ট্যালেন্ট
ভিসার
কথা
জানতে
পারেন।
তারপর
অনলাইনে
ঘাটাঘাটি
করে
দেখেন,
ভিসা
পেতে
আইএলটিএস
এবং
ব্যাংক
স্টেটমেন্ট
প্রয়োজন
হয়
না।
চলতি
বছরের
২৪
এপ্রিল
অনলাইনে
আবেদন
করেন
এবং
নিজের
বিভিন্ন
নাচের
ভিডিও
পাঠান।
এর
ভিত্তিতে
যুক্তরাজ্যের
বার্মিংহাম
শহরের
ইভেন্ট
ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠান
‘পারফেক্ট
ইভেন্ট
লালহাভেলি
লিমিটেড’
নামের
একটি
কোম্পানি
২৮
মে
স্পনসর
দেয়।
কোম্পানিটি
নৃত্যশিক্ষক
ও
কোরিওগ্রাফার
হিসেবে
বছরে
৩৮
হাজার
৭০০
পাউন্ড
(প্রায়
৬০
লক্ষ
টাকা)
বেতন
দেওয়ার
কথা
জানিয়েছে।
সবকিছু
ঠিক
থাকলে
আগামী
মাসে
কর্মস্থলে
যোগ
দিতে
পারেন
উল্লেখ
করে
শাহরিয়ার
বলেন,
ভিসার
আবেদনপ্রক্রিয়া
শেষে
গত
২৯
জুলাই
যুক্তরাজ্যের
ই–ভিসার
জন্য
বিভিন্ন
কার্যক্রম
সম্পন্ন
করেন।
এরপর
২৩
এপ্রিল
তিনি
ভিসা
নিশ্চিত
হওয়ার
তথ্য
জানতে
পারেন।
আগামী
দুই
বছরের
জন্য
এই
ভিসা
প্রদান
করা
হয়েছে।
এডমিন 












