পরীক্ষার
ফল
আনতে
স্কুলে
মিলির
সঙ্গে
করে
ভেড়া
নিয়ে
যাওয়ার
বিষয়টি
অনলাইনে
ভাইরাল
হয়ে
যায়।
পরে
এ
নিয়ে
বিবিসিকে
মিলি
বলে,
‘সে
আমার
সবচেয়ে
প্রিয়
বন্ধু।
প্রায়
সব
জায়গায়
সে
আমার
সঙ্গে
যায়।
আমি
জানতাম,
(ফলাফল)
যা
হয়েছে,
তা
আমি
পরিবর্তন
করতে
পারব
না।
তবে
কেভিন
এখানে
থাকায়
আমার
অনেক
উপকার
হয়েছে।’
কেভিনের
প্রশংসা
করে
মিলি
বলে,
সে
অনেক
শান্ত
স্বভাবের।
কেভিন
এমনকি
তার
সঙ্গে
প্রমেও
গিয়েছিল।
প্রম
হচ্ছে
স্কুল
শেষ
করা
শিক্ষার্থীদের
জন্য
একটি
আনুষ্ঠানিক
উদ্যাপন
ও
নৃত্যানুষ্ঠান।
প্রমে
মিলি
যে
পোশাক
পরে
গিয়েছিল,
তার
রঙের
সঙ্গে
মিলিয়ে
হ্যাল্টার
পরেছিল
কেভিন।
এডমিন 







