বেলা
সাড়ে
তিনটার
দিকে
উপাচার্যের
বাসভবনের
সামনে
একাত্তরের
শহীদদের
স্মৃতিফলক
‘স্মৃতি
চিরন্তন’–এ
শ্রদ্ধা
নিবেদনের
মাধ্যমে
প্রচার
শুরু
করে
জাতীয়তাবাদী
ছাত্রদল
সমর্থিত
প্যানেল।
এই
প্যানেল
থেকে
আবিদুল
ইসলাম
খান
ভিপি,
শেখ
তানভীর
বারী
হামিম
জিএস
ও
তানভীর
আল
হাদী
মায়েদ
এজিএস
প্রার্থী
হয়েছেন।
আনুষ্ঠানিক
প্রচারণা
কার্যক্রম
শুরুর
পর
ছাত্রদলের
অনেক
নেতা–কর্মীকে
শিক্ষার্থীদের
কাছে
লিফলেট
বিলি
করতে
দেখা
গেছে।
এই
প্যানেলের
অনেককে
লাল
গোলাপ
দিয়ে
শিক্ষার্থীদের
কাছে
ভোট
চাইতে
দেখা
গেছে।
জুলাই
গণ–অভ্যুত্থান
থেকে
তৈরি
হওয়া
ছাত্রসংগঠন
গণতান্ত্রিক
ছাত্রসংসদের
ডাকসু
নির্বাচনে
তাদের
প্যানেলের
নাম
রেখেছে
‘বৈষম্যবিরোধী
শিক্ষার্থী
সংসদ’।
বিকেলে
এই
প্যানেলের
প্রার্থীরা
কবি
জসীমউদ্দীন
হলের
মাঠ
থেকে
নির্বাচনী
প্রচার
শুরু
করেন।
এই
প্যানেলের
ভিপি
প্রার্থী
আবদুল
কাদের
ও
জিএস
প্রার্থী
আবু
বাকের
মজুমদার
প্রচারে
অংশ
নেন।
এ
বিষয়ে
জানতে
চাইলে
আবু
বাকের
মজুমদার
বলেন,
‘প্রচার–প্রচারণার
ক্ষেত্রে
আমরা
আমাদের
ইশতেহার
শিক্ষার্থীদের
কাছে
পৌঁছে
দেওয়ার
চেষ্টা
করছি।
তবে
প্যানেলগুলোর
ইশতেহার
প্রায়
কাছাকাছি
হলেও
আমরা
শিক্ষার্থীদের
জন্য
আলাদা
বা
স্বতন্ত্র
যে
পয়েন্টগুলো
আছে,
সেগুলো
পৌঁছে
দেওয়ার
চেষ্টা
করব।’
এডমিন 












