০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু গঠনতন্ত্রে সংশোধনী: নারী শিক্ষার্থীর পদ ও এমফিল-পিএইচডিতে বয়সসীমা বাতিল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 20

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে এখন থেকে নারী শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। একই সঙ্গে এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩০ বছরের সর্বোচ্চ বয়সসীমাও বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুনঃসংশোধিত গঠনতন্ত্রে এখন থেকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত। পাশাপাশি এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমার বাধাও আর থাকছে না।”

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে তফসিল ঘোষণার পরপরই শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে গঠনতন্ত্র নিয়ে বিতর্ক তৈরি হয়। পুরোনো গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে কেবল পুরুষ শিক্ষার্থীর অংশগ্রহণের বিধান ছিল। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি ছিল, নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক এই ধারা বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষিতেই কর্তৃপক্ষ দ্রুত গঠনতন্ত্র সংশোধনের ঘোষণা দেয়। ফলে তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয়েই সমানভাবে দপ্তর সম্পাদক পদে অংশগ্রহণ করতে পারবেন।

ট্যাগঃ

চাকসু গঠনতন্ত্রে সংশোধনী: নারী শিক্ষার্থীর পদ ও এমফিল-পিএইচডিতে বয়সসীমা বাতিল

আপডেট সময়ঃ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে এখন থেকে নারী শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। একই সঙ্গে এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩০ বছরের সর্বোচ্চ বয়সসীমাও বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুনঃসংশোধিত গঠনতন্ত্রে এখন থেকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত। পাশাপাশি এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমার বাধাও আর থাকছে না।”

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে তফসিল ঘোষণার পরপরই শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে গঠনতন্ত্র নিয়ে বিতর্ক তৈরি হয়। পুরোনো গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে কেবল পুরুষ শিক্ষার্থীর অংশগ্রহণের বিধান ছিল। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি ছিল, নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক এই ধারা বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষিতেই কর্তৃপক্ষ দ্রুত গঠনতন্ত্র সংশোধনের ঘোষণা দেয়। ফলে তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয়েই সমানভাবে দপ্তর সম্পাদক পদে অংশগ্রহণ করতে পারবেন।