৪৮
মিনিটে
বাঁ
প্রান্ত
ধরে
আক্রমণে
ওঠে
বাংলাদেশ।
ভারতের
হাইলাইন
ডিফেন্সের
ফাঁক
গলে
বল
সোজা
বক্সের
ওপর,
সেখান
থেকে
চমৎকার
শটে
স্কোরলাইন
৩-১
করেন
সৌরভী
আকন্দ।
যেটা
এ
টুর্নামেন্টে
তাঁর
ষষ্ঠ
গোল।
দুই
গোলে
এগিয়ে
থাকার
পরও
রক্ষণ
নিয়ে
ভয়ে
ছিল
বাংলাদেশ।
আর
সেই
সুযোগটাই
খুঁজে
নেয়
ভারত।
৬৫
মিনিটে
নিজেদের
অর্ধ
থেকে
পাওয়া
লং
শট
বাংলাদেশের
গোলকিপারের
মাথার
ওপর
দিয়ে
জালে
পাঠান
পৃতিকা
বর্মণ।
৮৮
মিনিটে
তৃতীয়
গোলও
হজম
করে
বাংলাদেশ।
এডমিন 








