পিআর
নিয়ে
একটি
রাজনৈতিক
দল
দেশের
মানুষকে
বিভ্রান্তিকর
তথ্য
দিচ্ছে
অভিযোগ
করে
জামায়াতের
সেক্রেটারি
জেনারেল
বলেন,
প্রধান
আট-নয়টি
দল
এখন
পিআর
চাচ্ছে।
হ্যাঁ,
এখানে
কিছু
ভিন্নমত
আছে।
কেউ
বলছে
শুধু
আপার
হাউসে
(উচ্চকক্ষ)
এবার
হোক;
কেউ
বলছে,
না,
আপার
হাউস
ও
লোয়ার
হাউস
(নিম্নকক্ষ)
দুই
হাউসেই
হোক।
সেটা
আলোচনা
সাপেক্ষে
হতে
পারে।
মিয়া
গোলাম
পরওয়ার
প্রশ্ন
তোলেন,
সংস্কার
বাস্তবায়ন
না
করতে
পারলে
জাতীয়
ঐকমত্য
কমিশনের
এত
আলোচনা
কেন
হলো?
তিনি
বলেন,
‘একটি
দলের
স্থায়ী
কমিটির
সদস্য
এ
কথা
বলেছেন,
“এখন
আপনারা
যা
সংস্কার
করেন,
যা
আইন
বানান,
আমরা
ক্ষমতায়
গিয়ে
সব
মুছে
দেব।”
মনে
আছে
না?
ডকুমেন্টস
(প্রমাণ)
আছে।’
ওই
দলকে
ইঙ্গিত
করে
জামায়াতের
সেক্রেটারি
জেনারেল
আরও
বলেন,
‘তারা
আগামী
পার্লামেন্টে
আসার
হয়তো
স্বপ্ন
দেখেন।
কোন
স্বপ্ন
কাজে
লাগে,
কোন
স্বপ্ন
দুঃস্বপ্ন
হয়ে
যায়,
আল্লাহ
ভালো
জানেন।
মনে
মনে
সব…মানে
সরকারে
যাওয়ার
আগে,
সরকার
দখলের
আগে
বাসস্ট্যান্ড,
টেম্পোস্ট্যান্ড
দখল
হয়ে
যাইতেছে।’
এডমিন 














