অধ্যাপক
মোহাম্মদ
জসীম
উদ্দিন
বলেন,
ভোটকেন্দ্রের
সংখ্যা
ও
ভোট
গ্রহণের
সময়
নিয়ে
শিক্ষার্থীদের
মধ্যে
কিছুটা
সংশয়
কাজ
করছে
বলে
অনেকে
জানিয়েছেন।
তবে
শিক্ষার্থীদের
ভোগান্তি
দূর
করতে
ভোটকেন্দ্রে
বুথের
সংখ্যা
আগের
চেয়ে
বাড়ানো
হয়েছে।
ভোট
গ্রহণের
সময়
বাড়ানো
হয়েছে
উল্লেখ
করে
প্রধান
রিটার্নিং
কর্মকর্তা
বলেন,
প্রতি
ভোটারের
জন্য
আট
মিনিট
করে
সময়
রাখা
হয়েছে।
প্রায়
৪০
হাজার
ভোটার
ভোট
দিতে
আসবেন,
তা
ধরেই
প্রস্তুতি
নেওয়া
হয়েছে।
ভোটের
সময়
এক
ঘণ্টা
বাড়ানো
হয়েছে।
সকাল
৮টা
থেকে
বিরতিহীনভাবে
বিকেল
৪টা
পর্যন্ত
ভোট
গ্রহণ
চলবে।
এই
সময়ের
মধ্যে
যদি
কেউ
ভোটকেন্দ্রের
আঙিনায়
উপস্থিত
হন,
তাঁদেরও
ভোট
দেওয়ার
ব্যবস্থা
করা
হবে।
এডমিন 









