উচ্ছেদ
করতে
হলে
সুপ্রিম
কোর্টের
যে
নির্দেশিকা,
তা
মানা
প্রয়োজন
মন্তব্য
করে
মাদানী
বলেন,
‘সুপ্রিম
কোর্টের
এই
নির্দেশিকা
একেবারেই
মানা
হয়নি।
অবশ্যই
এর
নিন্দা
করা
প্রয়োজন।’
মাদানী
আরও
অভিযোগ
করেন,
ক্ষমতায়
টিকে
থাকার
লক্ষ্যে
বিজেপি
উচ্ছেদের
বিষয়টিকে
সামনে
এনে
মানুষকে
ধর্মের
ভিত্তিতে
ভাগ
করার
সব
চেষ্টা
আসামে
চালিয়ে
যাচ্ছে।
মানুষকে
কখনো
‘মিয়া
মুসলমান’
কখনো
‘অপরিচিত
নাগরিক’
কখনোবা
‘সন্দেহজনক
নাগরিক’
তকমা
দিয়ে
একধরনের
বিভ্রান্তির
বাতাবরণ
তৈরি
করা
হচ্ছে,
যা
অত্যন্ত
দুঃখজনক।
গোয়ালপাড়া
ও
সংলগ্ন
অঞ্চলে
তিনি
উচ্ছেদ
হওয়া
মানুষজনের
সঙ্গে
দেখা
করেন।
এ
সময়
মাদানী
বলেন,
যেকোনো
নাগরিক
বিদেশি
হিসেবে
চিহ্নিত
হলে
তাঁকে
ফেরত
পাঠানোর
ব্যবস্থা
আছে।
কেউ
যদি
সন্দেহজনক
নাগরিক
হিসেবেও
চিহ্নিত
হন,
তবে
তাঁর
বিরুদ্ধে
কী
ব্যবস্থা
গ্রহণ
করা
হবে,
তা–ও
আইনে
বলা
হয়েছে।
আমরা
এসবের
বিরোধিতা
করি
না।
কিন্তু
এখানে
যা
হচ্ছে,
তা
কোনো
অবস্থাতেই
আইন
মেনে
হচ্ছে
না।
জমিয়ত
উলামায়ে
হিন্দের
প্রধান
অভিযোগ
করেন,
কাউকে
উচ্ছেদ
করা
হলে
তার
পুনর্বাসনের
ব্যবস্থা
করতে
সুপ্রিম
কোর্টের
নির্দেশনা
মানা
হচ্ছে
না।
মাদানী
বলেন,
যদি
আসামের
মূল
নিবাসী
মানুষ
বিপদের
সম্মুখীন
হন
এবং
তাঁদের
সংখ্যা
কমে
যায়,
তবে
তাঁদের
স্বার্থ
রক্ষা
করা
প্রয়োজন।
এ
ছাড়া
তিনি
বলেন,
আসামের
ধর্মীয়
উপাসনার
স্থান
‘নামঘর’
ও
‘মসজিদ’-এর
কোনো
অস্তিত্বগত
সমস্যা
হলে
তা
যৌথভাবে
তত্ত্বাবধান
করা
জরুরি।
এডমিন 









