এবার
ডাকসু
নির্বাচনে
ভিপি
প্রার্থীদের
মধ্যে
যাঁরা
আলোচনায়
রয়েছেন,
তাঁদের
মধ্যে
অন্যতম
আবদুল
কাদের।
আতঙ্কে
থাকার
কথা
জানিয়ে
তিনি
ফেসবুকে
লিখেছেন,
‘আমার
ডাকসুতে
জিতা
লাগবে
না,
কেবল
বেঁচে
থাকতে
চাই।
এতটুকু
দয়া
অন্তত
আমাকে
দেখানোর
অনুরোধ।’
‘সেই
রাজাকার
নিয়ে
কথা
বলার
পর
থেকেই
যে
শুরু
হইছে,
প্রতিনিয়ত
সেটা
আরও
বাড়তেছে’
বলে
উল্লেখ
করে
আবদুল
কাদের
লিখেছেন,
‘তার
পর
থেকেই
আমি
ঘুমাতে
পারি
না,
মাঝরাতে
জেগে
যাই;
শরীর
কাঁপতে
থাকে।
একটা
মানুষকে
নিয়ে
আর
কত
করবেন?
মানুষের
কতটুকুও
বা
ধৈর্যক্ষমতা
থাকে,
আমি
আর
কত
দিন
নিতে
পারব
জানি
না।’
এডমিন 











