আরমানিকে
নিয়ে
আবেগঘন
পোস্ট
দিয়েছেন
তারকা
অভিনেতা
লিওনার্দো
ডিক্যাপ্রিও।
ইনস্টাগ্রাম
স্টোরিতে
তিনি
জানান,
বহু
বছর
ধরেই
আরমানির
সঙ্গে
তাঁর
পরিচয়।
লিওনার্দো
ডিক্যাপ্রিও
লিখেছেন,
‘জর্জিও
আরমানি
ছিলেন
এমন
এক
স্বপ্নদ্রষ্টা,
যাঁর
প্রভাব
নকশার
গণ্ডি
ছাড়িয়ে
আরও
বহুদূর
ছড়িয়ে
গেছে।
বহু
বছর
আগে
মিলানে
আমি
তাঁর
সঙ্গে
প্রথম
দেখা
করি
আর
তাঁর
সৃজনশীলতা
ও
প্রতিভা
আমাকে
বিস্মিত
করেছিল।
তিনি
ছিলেন
এক
কিংবদন্তি,
প্রজন্মের
পর
প্রজন্মকে
অনুপ্রাণিত
করেছেন।’
অভিনেতা
রাসেল
ক্রো
এক্সে
লিখেছেন,
কীভাবে
আরমানি
স্যুটের
প্রতি
তাঁর
ভালোবাসা
শুরু
হয়েছিল।
তিনি
লেখেন,
‘১৯৯৭
সালের
কান
চলচ্চিত্র
উৎসবে
আমার
ব্যাগ
হারিয়ে
যাওয়ার
পর
“এলএ
কনফিডেনশিয়াল”–এর
প্রযোজক
আরনন
মিলচান
আমাকে
আরমানির
দোকানে
স্যুট
কিনতে
পাঠিয়েছিলেন।
সেখান
থেকেই
শুরু
হয়েছিল
আরমানি
স্যুটের
সঙ্গে
আমার
ভালোবাসার
গল্প,
যা
এখনো
চলছে।’
সেপ্টেম্বরের
শেষের
দিকে
তাঁর
সঙ্গে
দেখা
করার
পরিকল্পনাও
ছিল
বলে
জানান
ক্রো,
তবে
শেষ
পর্যন্ত
সেটি
আর
হলো
না।
এডমিন 









