ছাত্রদলের
কর্মসূচির
বিষয়ে
শাখা
সাধারণ
সম্পাদক
আবদুল্লাহ
আল
নোমান
বলেন,
ব্যর্থ
এ
প্রশাসন
শিক্ষার্থীদের
নিরাপত্তা
দিতে
পারেনি।
তাই
তাঁরা
লাল
কার্ড
দেখিয়েছেন।
এটি
শিক্ষার্থীদের
সঙ্গে
হওয়া
অন্যায়ের
প্রতিবাদ।
এ
ছাড়া
গতকাল
ভারপ্রাপ্ত
রেজিস্ট্রার
এক
ছাত্রীকে
হুমকি
দিয়েছেন।
তাঁরা
এর
নিন্দা
জানিয়ে
এ
কর্মসূচি
পালন
করেছেন।
সংগঠনটির
শাখার
সাংগঠনিক
সম্পাদক
সাজ্জাদ
হোসেন
বলেন,
‘শিক্ষার্থীদের
নিরাপত্তা
দিতে
ব্যর্থ
প্রশাসনের
বিরুদ্ধে
আমরা
লাল
কার্ড
দেখিয়েছি।
উপাচার্য
ও
ভারপ্রাপ্ত
রেজিস্ট্রার
দুই
নারী
শিক্ষার্থীকে
হুমকি
দিয়েছেন—আমরা
তাঁদের
লাল
কার্ড
দেখিয়েছি।
আমরা
অবিলম্বে
এই
নারীবিদ্বেষী
ও
ব্যর্থ
প্রশাসনের
পদত্যাগ
দাবি
করছি।’
ছাত্রদল
ছাড়াও
বেলা
দুইটার
দিকে
প্রশাসনিক
ভবনের
সামনে
বিভিন্ন
বিভাগের
শিক্ষার্থী,
গণতান্ত্রিক
ছাত্র
জোট
ও
নারী
অঙ্গনের
নেতা-কর্মীদের
যৌথ
উদ্যোগ
‘অধিকার
সচেতন
শিক্ষার্থীবৃন্দ’
এবং
দর্শন
ও
ইতিহাস
বিভাগের
শিক্ষার্থীরা
উপস্থিত
ছিলেন।
এ
ভবনে
উপাচার্য,
দুই
সহ-উপাচার্য
ও
ভারপ্রাপ্ত
রেজিস্ট্রারের
কার্যালয়
রয়েছে।
এডমিন 















