০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 12

শান্তিপূর্ণ

উৎসবমুখর
প্রচার
চলেছে
গত
১৩
দিন।
এই
সময়ে
আচরণবিধি
লঙ্ঘনের
বড়
কোনো
অভিযোগ
ওঠেনি।
নির্বাচনী
ইশতেহারে
শিক্ষার্থীদের
বিভিন্ন
সমস্যা
সমাধানে
নানা
প্রতিশ্রুতি
দিয়েছেন
প্রার্থীরা।
তাঁরা
আরও
বলেছেন,
সব
সময়
শিক্ষার্থীদের
পাশে
থাকবেন।
ডাকসু

হল
সংসদের
নির্বাচনকে
ঘিরে
সৌহার্দ্য–সম্প্রীতির
এমন
পরিবেশ
ভোট
গ্রহণ
থেকে
ফলাফল
ঘোষণা
পর্যন্ত
বজায়
থাকুক,
এমন
প্রত্যাশার
কথা
জানিয়েছেন
শিক্ষক–শিক্ষার্থীরা।

ঢাকা
বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
ছাত্র
সংসদ
(ডাকসু)

হল
সংসদ
নির্বাচনের
আনুষ্ঠানিক
প্রচার
শেষ
হয়েছে
গতকাল
রোববার।
গত
২৬
আগস্ট
থেকে
শুরু
হয়
প্রচার।
ভোট
গ্রহণ
করা
হবে
আগামীকাল
মঙ্গলবার।

ভোটের
প্রচারের
শেষ
দিনে
গতকাল
দুপুরে
বিশ্ববিদ্যালয়ের
বটতলায়
শপথ
পাঠ
অনুষ্ঠানের
আয়োজন
করে
ছাত্রদলের
প্যানেল।
সেখানে
ডাকসুর
২৮টি
পদে
প্রতিদ্বন্দ্বিতা
করা
ছাত্রদলের
প্রার্থীরা
ছিলেন।
তাঁদের
সঙ্গে
ছিলেন
১৮টি
হল
সংসদ
নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা
করা
সংগঠনটির
প্রার্থীরাও।
সব
মিলিয়ে
ছাত্রদলের
২০৫
জন
প্রার্থী
আটটি
বিষয়ে
শপথ
নেন।
শপথ
পাঠ
করান
ছাত্রদলের
ভিপি
প্রার্থী
আবিদুল
ইসলাম
খান।

ডাকসুতে
নির্বাচিত
হলে
রাজনৈতিক
শিষ্টাচার

পারস্পরিক
শ্রদ্ধাবোধ
বজায়
রাখা,
রাজনৈতিক
প্রতিপক্ষের
সঙ্গে
আচরণে
গণতান্ত্রিক
মনোভাবের
প্রতিফলন
ঘটানোর
শপথ
নিয়েছেন
ছাত্রদলের
প্রার্থীরা।
শপথের
প্রথম
দফায়
বলা
হয়,
ফ্যাসিবাদী
শাসনামলের
ঘৃণিত
গণরুম
প্রথা,
গেস্টরুম
নির্যাতন,
জোরপূর্বক
রাজনৈতিক
কর্মসূচিতে
যোগদানের
জন্য
বাধ্য
করানো,
ভিন্নমতের
জন্য
অত্যাচার-নিপীড়ন
চালানোর
যে
রাজনৈতিক
অপসংস্কৃতি
গড়ে
উঠেছিল,
যেকোনো
মূল্যে
ক্যাম্পাসে
তা
আর
কখনো
ফিরে
আসতে
দেওয়া
হবে
না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের

আপডেট সময়ঃ ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

শান্তিপূর্ণ

উৎসবমুখর
প্রচার
চলেছে
গত
১৩
দিন।
এই
সময়ে
আচরণবিধি
লঙ্ঘনের
বড়
কোনো
অভিযোগ
ওঠেনি।
নির্বাচনী
ইশতেহারে
শিক্ষার্থীদের
বিভিন্ন
সমস্যা
সমাধানে
নানা
প্রতিশ্রুতি
দিয়েছেন
প্রার্থীরা।
তাঁরা
আরও
বলেছেন,
সব
সময়
শিক্ষার্থীদের
পাশে
থাকবেন।
ডাকসু

হল
সংসদের
নির্বাচনকে
ঘিরে
সৌহার্দ্য–সম্প্রীতির
এমন
পরিবেশ
ভোট
গ্রহণ
থেকে
ফলাফল
ঘোষণা
পর্যন্ত
বজায়
থাকুক,
এমন
প্রত্যাশার
কথা
জানিয়েছেন
শিক্ষক–শিক্ষার্থীরা।

ঢাকা
বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
ছাত্র
সংসদ
(ডাকসু)

হল
সংসদ
নির্বাচনের
আনুষ্ঠানিক
প্রচার
শেষ
হয়েছে
গতকাল
রোববার।
গত
২৬
আগস্ট
থেকে
শুরু
হয়
প্রচার।
ভোট
গ্রহণ
করা
হবে
আগামীকাল
মঙ্গলবার।

ভোটের
প্রচারের
শেষ
দিনে
গতকাল
দুপুরে
বিশ্ববিদ্যালয়ের
বটতলায়
শপথ
পাঠ
অনুষ্ঠানের
আয়োজন
করে
ছাত্রদলের
প্যানেল।
সেখানে
ডাকসুর
২৮টি
পদে
প্রতিদ্বন্দ্বিতা
করা
ছাত্রদলের
প্রার্থীরা
ছিলেন।
তাঁদের
সঙ্গে
ছিলেন
১৮টি
হল
সংসদ
নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা
করা
সংগঠনটির
প্রার্থীরাও।
সব
মিলিয়ে
ছাত্রদলের
২০৫
জন
প্রার্থী
আটটি
বিষয়ে
শপথ
নেন।
শপথ
পাঠ
করান
ছাত্রদলের
ভিপি
প্রার্থী
আবিদুল
ইসলাম
খান।

ডাকসুতে
নির্বাচিত
হলে
রাজনৈতিক
শিষ্টাচার

পারস্পরিক
শ্রদ্ধাবোধ
বজায়
রাখা,
রাজনৈতিক
প্রতিপক্ষের
সঙ্গে
আচরণে
গণতান্ত্রিক
মনোভাবের
প্রতিফলন
ঘটানোর
শপথ
নিয়েছেন
ছাত্রদলের
প্রার্থীরা।
শপথের
প্রথম
দফায়
বলা
হয়,
ফ্যাসিবাদী
শাসনামলের
ঘৃণিত
গণরুম
প্রথা,
গেস্টরুম
নির্যাতন,
জোরপূর্বক
রাজনৈতিক
কর্মসূচিতে
যোগদানের
জন্য
বাধ্য
করানো,
ভিন্নমতের
জন্য
অত্যাচার-নিপীড়ন
চালানোর
যে
রাজনৈতিক
অপসংস্কৃতি
গড়ে
উঠেছিল,
যেকোনো
মূল্যে
ক্যাম্পাসে
তা
আর
কখনো
ফিরে
আসতে
দেওয়া
হবে
না।