০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকি মোকাবিলায় নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 22

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে নির্মাণ শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এসময় সংস্থাটি জানায়, গত পাঁচ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন-সংক্রান্ত দুর্ঘটনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এ শান্তা হোল্ডিংসের ১৬ তলা নির্মাণাধীন ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৭৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ।

আরও পড়ুন:

বক্তব্য শেষে মো. ছালেহ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে সেপটিক ট্যাংকে বাতাস সরবরাহ ও দূষিত গ্যাস অপসারণের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার ও গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের ব্যবহারিক মহড়া করানো হয়। দুপুর ১টায় কার্যক্রম শেষ হয়।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফায়ার সার্ভিস জানায়, সম্প্রতি সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। গত ৩১ আগস্ট মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় তিন শ্রমিক মারা যান। ফায়ার সার্ভিসের হিসাবে গত পাঁচ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন-সংক্রান্ত দুর্ঘটনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

টিটি/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বগুড়ার ৭ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝুঁকি মোকাবিলায় নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আপডেট সময়ঃ ১২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে নির্মাণ শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এসময় সংস্থাটি জানায়, গত পাঁচ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন-সংক্রান্ত দুর্ঘটনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এ শান্তা হোল্ডিংসের ১৬ তলা নির্মাণাধীন ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৭৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ।

আরও পড়ুন:

বক্তব্য শেষে মো. ছালেহ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে সেপটিক ট্যাংকে বাতাস সরবরাহ ও দূষিত গ্যাস অপসারণের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার ও গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের ব্যবহারিক মহড়া করানো হয়। দুপুর ১টায় কার্যক্রম শেষ হয়।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফায়ার সার্ভিস জানায়, সম্প্রতি সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। গত ৩১ আগস্ট মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় তিন শ্রমিক মারা যান। ফায়ার সার্ভিসের হিসাবে গত পাঁচ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন-সংক্রান্ত দুর্ঘটনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

টিটি/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।