আতিকুলকে
গতকাল
মঙ্গলবার
আর
সাজ্জাদুরকে
আজ
বুধবার
কারাগারে
পাঠানোর
নির্দেশ
দেন
আন্তর্জাতিক
অপরাধ
ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল
প্রাঙ্গণে
আজ
প্রসিকিউটর
গাজী
মোনাওয়ার
হুসাইন
তামীম
সাংবাদিকদের
বলেন,
২০১৬
সালে
যশোরের
চৌগাছা
থানার
দুজন
শিবির
নেতার
দুই
হাঁটুতে
বন্দুক
ঠেকিয়ে
গুলি
করে
আহত
করা
হয়।
‘বন্দুকযুদ্ধে’
গুলি
হয়েছে
এবং
সে
কারণে
তাঁরা
আহত
হয়েছেন
উল্লেখ
করে
পরে
তাঁদের
কারাগারে
পাঠানো
হয়।
পরে
চিকিৎসাধীন
অবস্থায়
তাঁদের
পা
কেটে
ফেলতে
হয়।
গুলি
করা
দুজন
পুলিশ
সদস্য
এখনো
দায়িত্বরত
অবস্থায়
ছিলেন।
তাঁদের
গ্রেপ্তার
(গতকাল
ও
আজ)
করে
হাজির
করলে
ট্রাইব্যুনাল
কারাগারে
পাঠানোর
আদেশ
দিয়েছেন।
এডমিন 










