গানে
গানে
স্মরণ
করা
হলো
বাউল
সম্রাট
শাহ
আবদুল
করিমকে।
তাঁর
১৬তম
মৃত্যুবার্ষিকীতে
এ
উপলক্ষে
শুক্রবার
সন্ধ্যায়
সংস্কৃতি
চর্চাকেন্দ্র
ছায়ানট
আয়োজন
করে
শ্রোতার
আসর।
অনুষ্ঠান
শুরু
হয়
সন্ধ্যা
৭টায়
ধানমন্ডির
ছায়ানট
মিলনায়তনে।
সংগীত
পরিবেশনার
আগে
অনুষ্ঠানের
তাৎপর্য
ও
শাহ
আবদুল
করিম
সম্পর্কে
বক্তব্য
দেন
ছায়ানট
সভাপতি
সারওয়ার
আলী।
বর্তমান
বাস্তবতা
ও
প্রাসঙ্গিকতায়
শাহ
আবদুল
করিমের
কর্মজীবন
নিয়ে
কথা
বলেন
তিনি।
সারওয়ার
আলী
বলেন,
শতবর্ষ
ধরে
বাংলার
যে
বদ্ধ
গ্রামীণ
সমাজ,
সেখানে
ধর্মে
বিভক্তি
ছিল,
বিত্তে
ভিন্নতা
ছিল,
বর্ণ
ছিল।
তাই
বৈষম্য,
বঞ্চনা,
রক্ষণশীলতা
ও
কুসংস্কারও
ছিল।
তারপরও
গ্রামীণ
সমাজ
যে
সম্প্রীতির
বাঁধনে
বেঁধে
ছিল,
এর
পেছনে
বৈষ্ণববাদের
প্রভাব
ছিল।
তবে
বড়
ভূমিকা
রেখেছিলেন
বাংলার
গীতিকারেরা।
লালন
থেকে
শাহ
আবদুল
করিম
সেই
পরম
শ্রদ্ধার
মানুষ।
তাঁরাই
বাংলায়
সম্প্রীতির
সমাজ
গড়ে
তুলেছেন।
যেটি
আজ
লুপ্তপ্রায়।
এডমিন 















