এ
ঘটনায়
মস্কো
বলেছে,
পোল্যান্ডে
আঘাত
হানার
কোনো
উদ্দেশ্য
তাদের
ছিল
না।
ইউক্রেনে
হামলার
সময়
ড্রোন
অনুপ্রবেশের
ঘটনা
ঘটেছে।
ন্যাটো
মহাসচিব
মার্ক
রুতে
গত
শুক্রবার
ড্রোন
অনুপ্রবেশের
ঘটনাকে
‘বেপরোয়া
ও
অগ্রহণযোগ্য’
বলে
উল্লেখ
করেছেন।
রাশিয়ার
এ
ধরনের
পদক্ষেপ
ঠেকাতে
তিনি
‘ইস্টার্ন
সেনট্রি’
নামের
মিশনের
ঘোষণা
দেন।
এ
বিষয়ে
আয়োজিত
সংবাদ
সম্মেলনে
তিনি
বলেন,
‘মিত্রদের
আকাশসীমায়
রুশ
ড্রোন
ঢোকার
ঘটনা
মেনে
নিতে
পারি
না।’
ন্যাটোর
নতুন
নিরাপত্তা
মিশনের
বিষয়ে
জোটের
শীর্ষ
সামরিক
কর্মকর্তা
ও
ইউরোপের
সুপ্রিম
অ্যালাইড
কমান্ডার
আলেক্সাস
গ্রিঙ্কেভি
বলেন,
পূর্বাঞ্চলীয়
সীমান্তের
প্রতিরক্ষা
জোরদার
করতে
পরিস্থিতি
অনুযায়ী
সামঞ্জস্যপূর্ণ
ব্যবস্থা
নেওয়া
হচ্ছে।
উত্তরের
বাল্টিক
রাষ্ট্রগুলো
থেকে
শুরু
করে
দক্ষিণে
রোমানিয়া
ও
বুলগেরিয়া
পর্যন্ত
প্রতিরক্ষা
জোরদার
করা
হবে।
গত
শুক্রবার
সন্ধ্যা
থেকে
এ
মিশন
শুরু
হয়েছে।
এতে
নিরাপত্তাব্যবস্থা
জোরদারের
অংশ
হিসেবে
বিভিন্ন
ঘাঁটির
মধ্যে
সমন্বয়
করা
হবে।
ন্যাটোর
পূর্ব
ইউরোপে
ইতিমধ্যেই
উল্লেখযোগ্যসংখ্যক
সেনা
রয়েছে।
তবে
নতুন
অভিযানে
কতজন
অতিরিক্ত
সেনা
অংশ
নেবে,
তা
নির্দিষ্ট
করে
জানানো
হয়নি।
এডমিন 















