বেলারুশের
প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের
এক
বিবৃতি
অনুযায়ী,
সোমবার
যুক্তরাষ্ট্রসহ
২৩টি
দেশের
প্রতিনিধিরা
মহড়া
দেখতে
বেলারুশে
উপস্থিত
ছিলেন।
তাঁদের
মধ্যে
ছিলেন
ন্যাটোর
দুই
সদস্যদেশ—তুরস্ক
ও
হাঙ্গেরির
প্রতিনিধিরাও।
বিবৃতিতে
বলা
হয়েছে,
‘জাপাদ–২০২৫
মহড়ার
আরেকটি
সকাল
এভাবে
শুরু
হবে,
তা
কে–ই
বা
ভেবেছিল?’
বিদেশি
কর্মকর্তাদের
মহড়ায়
উপস্থিত
থাকার
একটি
ভিডিও
প্রকাশ
করেছে
বেলারুশের
প্রতিরক্ষা
মন্ত্রণালয়।
তাতে
যুক্তরাষ্ট্রের
দুই
কর্মকর্তাকে
ভিক্টর
খ্রেনিনের
সঙ্গে
হাত
মেলাতে
দেখা
যায়।
বেলারুশে
আমন্ত্রণের
জন্য
ধন্যবাদও
জানান
তাঁরা।
এ
সময়
মার্কিন
কর্মকর্তাদের
খ্রেনিন
বলেন,
‘আপনাদের
আগ্রহের
সবকিছু
দেখাব
আমরা।
আপনারা
যা
চান।’
এডমিন 










