এসব
নির্বাচনী
সরঞ্জামের
মধ্যে
রয়েছে
ব্যালট
বাক্স,
লক,
ঢাকনা,
গানি
ব্যাগ,
সিল,
বিভিন্ন
ধরনের
ফরম,
প্যাকেট
ইত্যাদি।
ইসি
ঘোষিত
কর্মপরিকল্পনা
অনুযায়ী
১৬
সেপ্টেম্বর
থেকে
১৬
নভেম্বরের
মধ্যে
মাঠ
পর্যায়ের
নির্বাচনী
দ্রব্য,
ফরম,
প্যাকেট
বিতরণের
পরিকল্পনা
রয়েছে।
নির্বাচনী
সরঞ্জাম
সংগ্রহের
বিষয়ে
জানতে
চাইলে
ইসি
সচিবালয়ের
সিনিয়র
সচিব
আখতার
আহমেদ
বাসসকে
বলেন,
‘আজ
বার্ষিক
দ্রব্য
সংগ্রহের
পরিকল্পনা
সংক্রান্ত
মিটিং
করেছি।
ইতিমধ্যে
নির্বাচনী
সরঞ্জাম
আসা
শুরু
হয়েছে।’
ইসি
সচিবালয়ের
অতিরিক্ত
সচিব
কে
এম
আলী
নেওয়াজ
বাসসকে
বলেন,
‘ইতোমধ্যেই
আমরা
কোনো
কোনো
নির্বাচনী
উপকরণ
প্রায়
অর্ধেক
পেয়েছি।
আবার
কোনো
কোনো
উপকরণ
এখনো
আসেনি।
আশা
করছি,
নির্দিষ্ট
সময়ের
মধ্যেই
নির্বাচনী
দ্রব্য
সামগ্রী
পেয়ে
যাব।’
এডমিন 










