সভায়
ভাষানটেক
থানা
জামায়াতে
ইসলামীর
নেতারা
জানান,
গত
বছরের
মতো
এবারও
দুর্গাপূজায়
এলাকাবাসীর
জন্য
মেডিকেল
ক্যাম্প
স্থাপন
করবে
সংগঠনটি।
নেতারা
জানান,
চার-পাঁচ
দিন
পূজামণ্ডপ
এলাকায়
ভিড়
থাকে।
অনেকেই
অসুস্থ
হয়ে
পড়েন।
তাই
আমরা
চিকিৎসক
ও
ওষুধসহ
মেডিকেল
ক্যাম্পের
ব্যবস্থা
করব।
এ
প্রসঙ্গে
লেফটেন্যান্ট
কর্নেল
হামিদ
বলেন,
যে
কোনো
উদ্যোগ
পূজা
উদ্যাপন
কমিটির
সঙ্গে
সমন্বয়
করে
নিতে
হবে।
কারণ,
এটি
তাঁদের
আয়োজন,
তাঁদেরই
জানাতে
হবে
যে,
তাঁরা
কোন
ধরনের
সহায়তা
চান।
এডমিন 















