পরিবারের
দস্যরা
জানান,
মফিজ
ও
হবিজ
দুজনেই
মানসিক
প্রতিবন্ধী।
তাঁরা
দুজন
সকালে
নাশতা
খেয়ে
বাড়ি
থেকে
বের
হন।
বেলা
সাড়ে
১১টা
পর্যন্ত
বাড়ির
আশপাশে
তাঁদের
ঘোরাফেরা
করতে
দেখেছেন
প্রতিবেশীরা।
মারা
যাওয়া
দুজনের
ছোট
ভাই
বেলাল
প্রামাণিক
বলেন,
‘দুপুর
সাড়ে
১২টার
দিকে
বাড়ি
থেকে
প্রায়
৩০০
মিটার
দূরে
একটি
পুকুরে
মফিজের
লাশ
পুকুরে
ভাসতে
দেখেন
এক
প্রতিবেশী।
লাশ
দেখে
বাড়িতে
খবর
দিলে
আমরা
গ্রামের
লোকজনের
সহায়তায়
তাঁর
লাশ
উদ্ধার
করি।
যেহেতু
মফিজের
সঙ্গে
হবিজ
ছিলেন
পানিতে
পড়ে
তাঁরও
মৃত্যু
হতে
পারে
এ
আশঙ্কায়
পুকুরে
খোঁজাখুঁজি
করে
তাঁর
মরদেহও
পাওয়া
যায়।’
এডমিন 















