চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহ নেওয়াজ লাবলুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহ নেওয়াজ লাবলু ব্যবসায়ী শাহ আলমের চাচাতো ভাই।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাবলুকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
ধর্ষণচেষ্টার শিকার শিশু, হাসপাতালে অশালীন আচরণ চিকিৎসকের
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শাহ আলমকে (৫২) কোদাল দিয়ে কোপান তার চাচাতো ভাই শাহ নেওয়াজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকে লাবলু পলাতক ছিলেন। আটদিন পর বিশেষ অভিযানে ধরা পড়লেন তিনি।
এমআরএএইচ/কেএসআর/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 
















