সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধি দল।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় দলের যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নির্বাচন কমিশনে যাবেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
তবে ঠিক কি কারণে এনসিপির এই তিন নেতা নির্বাচন কমিশনে যাবেন সেসব বিষয় কিছু জানাননি তিনি।
এনএস/এমএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 










