কান্নাজড়িত
কণ্ঠে
মজিবুর
রহমান
বলেন,
‘এখন
আমার
কিচু
থাকলো
না।
রাতে
বউ–ছাওয়াল
লিইয়্যা
কোনটে
থাকবো?’
তাঁর
দাবি,
এ
ঘটনায়
৮
থেকে
১০
লাখ
টাকার
ক্ষতি
হয়েছে।
নরদাশ
ইউনিয়ন
পরিষদের
(ইউপি)
ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
রফিকুল
ইসলাম
বলেন,
মজিবুর
গরিব
কৃষক।
অন্যের
জমিতে
কৃষিকাজ
করে
কোনো
রকম
জীবন
যাপন
করেন;
পাশাপাশি
গরু
পালন
করেন।
আগুনে
গরু
ও
বাড়িঘর
পুড়ে
যাওয়ায়
নিঃস্ব
হয়ে
পড়েছেন।
এখন
খোলা
জায়গায়
থাকতে
হবে।
বাগমারা
উপজেলা
নির্বাহী
কর্মকর্তা
(ইউএনও)
মাহবুবুল
ইসলাম
প্রথম
আলোকে
বলেন,
ক্ষতিগ্রস্ত
পরিবারকে
সহযোগিতা
করা
হবে।
খোঁজখবর
নিয়ে
দেখা
হচ্ছে।
এডমিন 










