০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেন্ডিসের লড়াকু ইনিংস, শ্রীলঙ্কার সম্মানজনক স্কোর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 12

একের পর এক উইকেট হারাতে হারাতে যখন শ্রীলঙ্কার তথৈবচ অবস্থা, তখন হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ৮০ রনে ৬ উইকেট পড়ার পর হাল ধরে শ্রীলঙ্কার ইনিংসকে তিনি নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো লঙ্কানরা।

কামিন্দু মেন্ডিস ৪৪ বলে করেন সর্বোচ্চ ৫০ রান। ৮০ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর দুষ্মন্তে চামিরার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকে ১২০ পার করে দেন কামিন্দু। ১২৩ রানের মাথায় তিনি আউট হলে রানের গতি কিছুটা কমে। তবে দুষ্মন্তে চামিরা অপরাজিত ১৭ রান করে লঙ্কানদের স্কোর শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান।

সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। টিকে থাকতে প্রয়োজন জয়। সেই কাঙ্খিত জয়ের জন্য শ্রীলঙ্কার পুঁজিটা খুব বেশি হলো না।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন আবরার আহমেদ। লঙ্কানদের রানই করতে দেয়নি। ১টি উইকেট নিয়েছেন। তবে, ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৮টি। বিধ্বংসী ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন হারিস রউফ এবং হুসাইন তালাত।

এর আগে আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। বিশেষ করে শাহিন আফ্রিদির। কুশল মেন্ডিস শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান। ৮ রান করে বিদায় নেন পাথুম নিশাঙ্কা। ১৫ রান করেন কুশল পেরেরা। ১৯ বলে ২০ রান করেন চারিথ আশালঙ্কা। ১৫ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অপরাজিত ১৭ রান করেন দুষ্মন্তে চামিরা। আর ৫০ রান তো করেন কামিন্দু মেন্ডিস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মেন্ডিসের লড়াকু ইনিংস, শ্রীলঙ্কার সম্মানজনক স্কোর

আপডেট সময়ঃ ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

একের পর এক উইকেট হারাতে হারাতে যখন শ্রীলঙ্কার তথৈবচ অবস্থা, তখন হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ৮০ রনে ৬ উইকেট পড়ার পর হাল ধরে শ্রীলঙ্কার ইনিংসকে তিনি নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো লঙ্কানরা।

কামিন্দু মেন্ডিস ৪৪ বলে করেন সর্বোচ্চ ৫০ রান। ৮০ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর দুষ্মন্তে চামিরার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকে ১২০ পার করে দেন কামিন্দু। ১২৩ রানের মাথায় তিনি আউট হলে রানের গতি কিছুটা কমে। তবে দুষ্মন্তে চামিরা অপরাজিত ১৭ রান করে লঙ্কানদের স্কোর শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান।

সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। টিকে থাকতে প্রয়োজন জয়। সেই কাঙ্খিত জয়ের জন্য শ্রীলঙ্কার পুঁজিটা খুব বেশি হলো না।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন আবরার আহমেদ। লঙ্কানদের রানই করতে দেয়নি। ১টি উইকেট নিয়েছেন। তবে, ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৮টি। বিধ্বংসী ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন হারিস রউফ এবং হুসাইন তালাত।

এর আগে আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। বিশেষ করে শাহিন আফ্রিদির। কুশল মেন্ডিস শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান। ৮ রান করে বিদায় নেন পাথুম নিশাঙ্কা। ১৫ রান করেন কুশল পেরেরা। ১৯ বলে ২০ রান করেন চারিথ আশালঙ্কা। ১৫ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অপরাজিত ১৭ রান করেন দুষ্মন্তে চামিরা। আর ৫০ রান তো করেন কামিন্দু মেন্ডিস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।