জবাবে
এ
এম
এম
নাসির
উদ্দিন
বলেন,
‘ওনারা
(নাগরিক
ঐক্য)
শাপলা
চেয়েছিল।
দুইটা
চিঠি
দিয়েছে।
আমার
সাথে
দেখাও
করেছে।
কিন্তু
আমরা
দিই
নাই।
আমরা
সিদ্ধান্ত
নিয়েছি
যে
এটা
দেওয়া
যাবে
না,
আমরা
এ
জবাব
দিয়ে
দিয়েছি।
পরে
এনসিপি
অ্যাপ্লাই
(আবেদন)
করেছে।
তারপর
বাকি
এনসিপিরটা
তো
আপনারা
জানেনই,
এটা
নিয়ে
আমি
ব্যাখ্যা
করতে
চাই
না।’
শাপলা
প্রতীক
নাগরিক
ঐক্য
কিংবা
এনসিপি
কেউ
পাচ্ছে
না,
এক
সাংবাদিকের
এমন
জিজ্ঞাসার
জবাবে
সিইসি
বলেন,
‘সেটা
তো
বলি
নাই
আমি।’
আজকের
বৈঠকে
আগামী
জাতীয়
নির্বাচন
আয়োজনের
জোর
প্রস্তুতি,
প্রবাসীদের
অংশগ্রহণসহ
নানা
বিষয়ে
দীর্ঘ
আলাপ
করেন
সিইসি।
এডমিন 















