০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখার সেরা উপায় কোনটি—পড়া নাকি শোনা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 16

অনেকেই
ভাবেন,
শোনা
পড়ার
চেয়ে
সহজ।
কিন্তু
গবেষণা
বলছে,
ব্যাপারটা
সব
সময়
ঠিক
নয়।
বরং
কঠিন
বা
নতুন
কোনো
বিষয়
শোনার
চেয়ে
পড়াটাই
বেশি
সহজ।
কারণ,
পড়ার
সময়
আপনি
সহজেই
যেকোনো
অংশে
ফিরে
যেতে
পারেন।

কঠিন
জায়গাটা
পড়তে
পারেন
বারবার
বা
গুরুত্বপূর্ণ
লাইনটা
দাগিয়ে
রাখতে
পারেন।
কিন্তু
শোনার
সময়
এটা
করা
বেশ
কঠিন
এবং
তা
শোনার
প্রবাহকে
নষ্ট
করে
দেয়।

তবে
কিছু
মানুষের
জন্য
শোনাটাই
বেশি
সহজ।
যেমন
যাঁরা
ডিসলেক্সিয়ায়
আক্রান্ত।
ডিসলেক্সিয়ায়
আক্রান্ত
ব্যক্তিরা
প্রায়ই
লিখিত
শব্দকে
সঠিকভাবে
উচ্চারণ
করতে
বা
তার
অর্থোদ্ধার
করতে
সমস্যায়
পড়েন।
শোনার
ক্ষেত্রে
এই
কঠিন
প্রক্রিয়া
এড়িয়ে
যাওয়া
যায়।

এরপর
আছে
মনোযোগের
ব্যাপার।
আমরা
প্রায়ই
অন্য
কাজ
করতে
করতে
কিছু
শুনি।
যেমন
ব্যায়াম
করার
সময়,
রান্না
করার
সময়
বা
ইন্টারনেট
ঘাঁটার
সময়।

এক
গবেষণায়
দেখা
গেছে,
একদল
ছাত্রকে
একটি
লেখা
পড়তে
এবং
আরেক
দলকে
একই
বিষয়ের
একটি
পডকাস্ট
শুনতে
দেওয়া
হয়েছিল।

তাতে
দেখা
যায়,
পড়ার
দলটি
শোনার
দলের
চেয়ে
অনেক
ভালো
করেছে।
কারণ,
যারা
শুনেছিল,
তাদের
অনেকেই
অন্য
কাজও
করছিল।
শোনার
সময়
মনোযোগ
দেওয়া
পড়ার
সময়
মনোযোগ
দেওয়ার
চেয়েও
বেশি
জরুরি।

ট্যাগঃ

শেখার সেরা উপায় কোনটি—পড়া নাকি শোনা

আপডেট সময়ঃ ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

অনেকেই
ভাবেন,
শোনা
পড়ার
চেয়ে
সহজ।
কিন্তু
গবেষণা
বলছে,
ব্যাপারটা
সব
সময়
ঠিক
নয়।
বরং
কঠিন
বা
নতুন
কোনো
বিষয়
শোনার
চেয়ে
পড়াটাই
বেশি
সহজ।
কারণ,
পড়ার
সময়
আপনি
সহজেই
যেকোনো
অংশে
ফিরে
যেতে
পারেন।

কঠিন
জায়গাটা
পড়তে
পারেন
বারবার
বা
গুরুত্বপূর্ণ
লাইনটা
দাগিয়ে
রাখতে
পারেন।
কিন্তু
শোনার
সময়
এটা
করা
বেশ
কঠিন
এবং
তা
শোনার
প্রবাহকে
নষ্ট
করে
দেয়।

তবে
কিছু
মানুষের
জন্য
শোনাটাই
বেশি
সহজ।
যেমন
যাঁরা
ডিসলেক্সিয়ায়
আক্রান্ত।
ডিসলেক্সিয়ায়
আক্রান্ত
ব্যক্তিরা
প্রায়ই
লিখিত
শব্দকে
সঠিকভাবে
উচ্চারণ
করতে
বা
তার
অর্থোদ্ধার
করতে
সমস্যায়
পড়েন।
শোনার
ক্ষেত্রে
এই
কঠিন
প্রক্রিয়া
এড়িয়ে
যাওয়া
যায়।

এরপর
আছে
মনোযোগের
ব্যাপার।
আমরা
প্রায়ই
অন্য
কাজ
করতে
করতে
কিছু
শুনি।
যেমন
ব্যায়াম
করার
সময়,
রান্না
করার
সময়
বা
ইন্টারনেট
ঘাঁটার
সময়।

এক
গবেষণায়
দেখা
গেছে,
একদল
ছাত্রকে
একটি
লেখা
পড়তে
এবং
আরেক
দলকে
একই
বিষয়ের
একটি
পডকাস্ট
শুনতে
দেওয়া
হয়েছিল।

তাতে
দেখা
যায়,
পড়ার
দলটি
শোনার
দলের
চেয়ে
অনেক
ভালো
করেছে।
কারণ,
যারা
শুনেছিল,
তাদের
অনেকেই
অন্য
কাজও
করছিল।
শোনার
সময়
মনোযোগ
দেওয়া
পড়ার
সময়
মনোযোগ
দেওয়ার
চেয়েও
বেশি
জরুরি।