জাতীয়
ক্রিকেট
লিগ
(এনসিএল)
টি–টোয়েন্টিতে
আজ
রংপুর
বিভাগকে
৭১
রানের
বড়
ব্যবধানে
হারিয়েছে
ঢাকা
বিভাগ।
সিলেট
আন্তর্জাতিক
স্টেডিয়ামে
অনুষ্ঠিত
ম্যাচে
প্রথমে
ব্যাট
করে
২০
ওভারে
৩
উইকেটে
১৭১
রান
করে
ঢাকা।
তাড়া
করতে
নেমে
১৭.১
ওভারে
১০০
রানে
আটকে
যায়
রংপুর।
বড়
ব্যবধানের
এই
জয়ে
ঢাকার
নায়ক
মোসাদ্দেক
হোসেন।
২৮
বলে
ফিফটি
করা
এই
ব্যাটসম্যান
শেষ
পর্যন্ত
অপরাজিত
ছিলেন
৩২
বলে
৬৪
রান
করে।
পরে
বল
হাতে
১
বল
করেই
নেন
উইকেট।
এডমিন 









