১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এক চার্জে ৮ দিন ব্যবহার করা যাবে শাওমির এই স্মার্টওয়াচ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 12

এবার বিশ্বের জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা ব্র্যান্ড শাওমি নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম এবং শাওমি স্মার্ট ব্যান্ড ১০ গিলমার এডিশন লঞ্চ করা হয়েছে। এতে আছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। চার্জ নিয়েও চিন্তা করতে হবে না। একবার পুরো চার্জ হলে ৮দিন ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম-এ ১.৩২-ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ৪৬৬×৪৬৬-পিক্সেল রেজোলিউশন, ৬০হার্জ রিফ্রেশ রেট এবং ১,৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। স্ক্রিনটি একটি কমপ্যাক্ট ৪১এমএম স্টেইনলেস স্টিলের আবরণের মধ্যে অবস্থিত।

এতে পালস, রক্তের অক্সিজেন (SpO2), স্ট্রেস লেভেল, ঘুমের ধরণ এবং মাসিক চক্র পর্যবেক্ষণের জন্য একটি ৪-এলইডি+ ৪পিডি হার্ট রেট সেন্সর রয়েছে এবং এটি আপগ্রেড করা এক্সরিং টি১ চিপ দ্বারা চালিত, যা স্ট্যান্ডার্ড ওয়াচ এস৪ এর চেয়ে ৩৫ শতাংশ বেশি দক্ষ বলে দাবি করা হয়েছে।

স্মার্টওয়াচটিতে রিয়েল-টাইম সাঁতারের হার্ট রেট ট্র্যাকিং সহ ১৫০টি স্পোর্টস মোড সমর্থন করে। এটিতে 5টি ATM ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিং রয়েছে এবং ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএসসহ বেশ কয়েকটি মাধ্যমে সংযোগ প্রদান করা যাবে।

৩২ গ্রাম ওজনের, শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম একটি ৩২০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত। শাওমি দাবি করে যে একবার চার্জে আট দিন পর্যন্ত চলতে পারে স্মার্টওয়াচটি। এর দাম শুরু হচ্ছে ১৫৯ ইউরো থেকে। এটি কালো, সাদা এবং মিন্ট সবুজের জন্য। অন্যদিকে সানসেট গোল্ডের দাম শুরু হচ্ছে ২১৯ ইউরো।

আরও পড়ুন
ভূমিকম্পের আগাম বার্তা জানাবে স্মার্টওয়াচ
জিপিএস সুবিধাসহ এক চার্জে ১০ দিন চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ

এক চার্জে ৮ দিন ব্যবহার করা যাবে শাওমির এই স্মার্টওয়াচ

আপডেট সময়ঃ ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এবার বিশ্বের জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা ব্র্যান্ড শাওমি নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম এবং শাওমি স্মার্ট ব্যান্ড ১০ গিলমার এডিশন লঞ্চ করা হয়েছে। এতে আছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। চার্জ নিয়েও চিন্তা করতে হবে না। একবার পুরো চার্জ হলে ৮দিন ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম-এ ১.৩২-ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ৪৬৬×৪৬৬-পিক্সেল রেজোলিউশন, ৬০হার্জ রিফ্রেশ রেট এবং ১,৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। স্ক্রিনটি একটি কমপ্যাক্ট ৪১এমএম স্টেইনলেস স্টিলের আবরণের মধ্যে অবস্থিত।

এতে পালস, রক্তের অক্সিজেন (SpO2), স্ট্রেস লেভেল, ঘুমের ধরণ এবং মাসিক চক্র পর্যবেক্ষণের জন্য একটি ৪-এলইডি+ ৪পিডি হার্ট রেট সেন্সর রয়েছে এবং এটি আপগ্রেড করা এক্সরিং টি১ চিপ দ্বারা চালিত, যা স্ট্যান্ডার্ড ওয়াচ এস৪ এর চেয়ে ৩৫ শতাংশ বেশি দক্ষ বলে দাবি করা হয়েছে।

স্মার্টওয়াচটিতে রিয়েল-টাইম সাঁতারের হার্ট রেট ট্র্যাকিং সহ ১৫০টি স্পোর্টস মোড সমর্থন করে। এটিতে 5টি ATM ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিং রয়েছে এবং ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএসসহ বেশ কয়েকটি মাধ্যমে সংযোগ প্রদান করা যাবে।

৩২ গ্রাম ওজনের, শাওমির ওয়াচ এস৪ ৪১এমএম একটি ৩২০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত। শাওমি দাবি করে যে একবার চার্জে আট দিন পর্যন্ত চলতে পারে স্মার্টওয়াচটি। এর দাম শুরু হচ্ছে ১৫৯ ইউরো থেকে। এটি কালো, সাদা এবং মিন্ট সবুজের জন্য। অন্যদিকে সানসেট গোল্ডের দাম শুরু হচ্ছে ২১৯ ইউরো।

আরও পড়ুন
ভূমিকম্পের আগাম বার্তা জানাবে স্মার্টওয়াচ
জিপিএস সুবিধাসহ এক চার্জে ১০ দিন চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।