টিকটক
বিক্রির
লক্ষ্যে
একটি
আইন
কার্যকরের
সময়
২০
জানুয়ারি
পর্যন্ত
পিছিয়ে
দেওয়া
হয়েছে
বলে
জানিয়েছেন
ট্রাম্প।
ওই
আইন
অনুযায়ী,
চীনা
মালিকেরা
টিকটক
বিক্রি
নিয়ে
আপত্তি
জানালে
নিষিদ্ধ
করা
হবে
প্ল্যাটফর্মটি।
এরই
মধ্যে
টিকটকের
যুক্তরাষ্ট্রভিত্তিক
কার্যক্রমকে
এর
বৈশ্বিক
প্ল্যাটফর্ম
থেকে
আলাদা
করা,
বিনিয়োগকারী
সংগ্রহ
করা
এবং
চীন
সরকারের
অনুমোদন
পাওয়ার
চেষ্টা
চলবে।
টিকটক
বিক্রির
পরিকল্পনায়
চীনের
প্রেসিডেন্ট
সি
চিন
পিংয়ের
অনুমোদনের
ইঙ্গিত
দিয়েছেন
বলে
উল্লেখ
করেছেন
ট্রাম্প।
তিনি
বলেন,
‘আমি
প্রেসিডেন্ট
সির
সঙ্গে
কথা
বলেছিলাম।
আমাদের
মধ্যে
ভালো
আলোচনা
হয়েছিল।
আমরা
কী
করছি,
তা
তাঁকে
জানিয়েছিলাম।
তিনি
এই
পরিকল্পনা
এগিয়ে
নিতে
বলেছিলেন।’
অপর
দিকে
শুক্রবার
এক
সংবাদ
সম্মেলনে
চীনের
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের
মুখপাত্র
গুও
জিয়াকুন
বলেছেন,
‘আমরা
আশা
করি,
যুক্তরাষ্ট্রে
যেসব
চীনা
প্রতিষ্ঠান
বিনিয়োগ
করছে,
তাদের
জন্য
মার্কিন
সরকার
একটি
উন্মুক্ত,
ন্যায়সঙ্গত
ও
বৈষম্যহীন
ব্যবসায়িক
পরিবেশ
নিশ্চিত
করবে।’
তবে
ট্রাম্পের
পরিকল্পনা
নিয়ে
তাৎক্ষণিকভাবে
কোনো
মন্তব্য
করেনি
টিকটক।
এডমিন 









