আনন্দ–বেদনার
কাব্যের
সেই
অনুভূতি
ছুঁয়ে
যায়
দুবাই
আন্তর্জাতিক
ক্রিকেট
স্টেডিয়ামের
গ্যালারিকেও।
১৮তম
ওভারের
শেষ
বলে
হারিস
রউফের
বলে
শিবম
দুবের
শটটা
গ্যালারিতে
আছড়ে
পড়লে
সমীকরণ
হয়ে
যায়
১২
বলে
১৭
রানের,
গ্যালারির
দুই
দলের
দর্শকেরা
তখন
মুখের
বিবাদ
থেকে
জড়িয়ে
পড়েন
হাতাহাতিতে।
চিন্তা
বাড়ে
মাঠেও।
ফাহিম
আশরাফ
বল
করতে
গিয়ে
থমকে
যান,
৮
মিনিট
বন্ধ
থাকে
খেলা।
গল্পে
নতুন
মোড়
আবার।
যে
গল্পটা
শুরু
থেকেই
ছুটেছে
একেবারেই
আপন
গতিতে।
‘ক্রিকেট
গৌরবময়
অনিশ্চয়তার
খেলা’
ছাড়া
আর
কোনো
বাস্তব
তত্ত্বই
মেনে
চলেনি
তা।
তবে
শেষের
আনন্দটা
সঙ্গী
হয়েছে
ভারতেরই।
ওয়ানডে,
টি–টোয়েন্টি
মিলিয়ে
নবমবারের
মতো
এশিয়া
কাপের
শিরোপা
জিতল
ভারত,
টি–টোয়েন্টি
সংস্করণের
এশিয়া
কাপে
তা
এল
দ্বিতীয়বারের
মতো।
ওয়ানডে
সংস্করণের
এশিয়া
কাপেও
তারাই
বর্তমান
চ্যাম্পিয়ন।
এডমিন 









