ট্রাম্প
বলেন,
তিনি
শুনেছেন
হামাসও
এই
পরিকল্পনায়
রাজি
আছে।
হামাস
যদি
এই
পরিকল্পনায়
একমত
হয়,
তাহলে
ইসরায়েলি
জিম্মিরা
মুক্ত
হবে
এবং
গাজা
যুদ্ধ
শেষ
হবে।
গত
সপ্তাহে
জাতিসংঘের
সাধারণ
পরিষদের
৮০তম
অধিবেশনের
ফাঁকে
আরব
ও
মুসলিম
নেতাদের
সঙ্গে
বৈঠক
করেন
ট্রাম্প।
তাঁদের
তিনি
এই
পরিকল্পনা
নিয়ে
আলোচনা
করেছেন।
ট্রাম্প-নেতানিয়াহুর
বৈঠকের
আগে
হোয়াইট
হাউসের
প্রেস
সচিব
ক্যারোলাইন
লেভিট
সাংবাদিকদের
বলেন,
হামাস
যুদ্ধবিরতিতে
সম্মত
হওয়ার
খুব
কাছাকাছি
আছে।
এখন
ইসরায়েলের
অবস্থান
কী
করে,
সেটাই
গুরুত্বপূর্ণ।
লেভিট
বলেন,
যুদ্ধবিরতি
চুক্তি
বাস্তবায়নের
জন্য
উভয়
পক্ষকেই
কিছু
ছাড়
দিতে
হবে।
ট্রাম্প
কিছুদিন
ধরে
বলে
আসছেন,
গাজা
যুদ্ধ
শিগগিরই
শেষ
হতে
যাচ্ছে।
রোববার
সন্ধ্যায়
নিজের
মালিকানাধীন
সামাজিক
যোগাযোগমাধ্যম
ট্রুথ
সোশ্যালে
ট্রাম্প
লিখেছেন,
‘আমাদের
মধ্যপ্রাচ্যে
সবচেয়ে
বড়
অর্জনের
সুযোগ
আছে।
সবাই
বিশেষ
কিছু
অর্জন
করতে
ঐক্যবদ্ধ,
যা
প্রথমবারের
মতো
ঘটছে।
আমরা
এটি
সম্পন্ন
করব।’
এডমিন 















