ফেসবুকে
ছড়িয়ে
পড়া
ভিডিওতে
দেখা
যায়,
ভিড়ের
মধ্যে
দাঁড়িয়ে
সারজিস
আলমকে
লক্ষ্য
করে
হাসিনুর
রহমান
বলছেন,
‘আপনার
আশপাশের
আওয়ামী
লীগের
লোকদের
সরান।
এই
যে
দেখেন,
আমি
দেখায়
দিচ্ছি।
আসেন,
আপনি
এগুলোকে
সরান,
এক্ষুনি
সরান।’
জবাবে
সারজিস
আলম
বলেন,
‘আমার
জানামতে
নাই।’
তখন
হাসিনুর
বলেন,
‘আছে,
আমি
দেখায়
দিচ্ছি
আপনাকে।
আপনি
তো
এখন
আমাদেরই
লোক।
আপনি
নওশাদ
ভাইয়ের
(বিএনপির
জাতীয়
নির্বাহী
কমিটির
আন্তর্জাতিক
সম্পর্কবিষয়ক
সম্পাদক
নওশাদ
জমির)
এলাকায়
আসছেন,
আপনাকে
ধন্যবাদ।
আপনি
আওয়ামী
লীগের
লোকগুলোকে
সরান।’
কিছুক্ষণ
পর
সারজিস
আলম
তাঁকে
হাঁটতে
হাঁটতে
কথা
বলার
প্রস্তাব
দেন।
এ
সময়
হাসিনুর
তাঁর
কাঁধে
হাত
রেখে
এগোতে
থাকেন,
আর
সারজিস
আলমও
তাঁর
কাঁধে
হাত
রাখেন।
এ
সময়
হাসিনুর
রহমান
বলেন,
‘জুলাই
আন্দোলনে
আপনার
ভূমিকা
আছে।
আমরা
চাই,
আপনি
বড়
নেতা
হবেন।
কিন্তু
আপনার
ডানে-বাঁয়ে
আওয়ামী
লীগের
লোকজন
ঘুরছে।’
উত্তরে
সারজিস
আলম
বলেন,
‘ভাই,
আপনি
এটা
ভালো
করে
জানেন,
যেদিন
ওরা
ফিরে
এসে
আপনাকে
ধরবে,
ওই
দিন
আমারও
গলা
কাটবে।
এটা
তো
মানেন।’
পরে
হাসিনুর
বলেন,
‘ওরা
যেন
কোনোমতেই
আপনার
ছত্রচ্ছায়ায়
পুনর্বাসন
হতে
না
পারে।’
জবাবে
সারজিস
আলম
বলেন,
‘এটা
আমরা
একসাথে
করব।’
পরে
তিনি
হাসিনুরের
সঙ্গে
হাত
মেলান
এবং
বলেন,
‘চলেন,
আমরা
সবাই
একসঙ্গে
চা
খাব।’
এডমিন 














