এই
নিয়ে
মামলাটির
দুজন
আসামিকে
গ্রেপ্তার
করা
হয়েছে।
এর
আগে
গত
মঙ্গলবার
বেলা
আড়াইটার
দিকে
ময়মনসিংহ
নগরের
জিরো
পয়েন্ট
এলাকা
থেকে
সাত
নম্বর
আসামি
মজলু
মিয়াকে
(৫০)
গ্রেপ্তার
করা
হয়।
তিনি
তারাকান্দা
উপজেলার
কাশিগঞ্জ
বাজার
এলাকার
প্রয়াত
রজব
তালুকদারের
ছেলে।
গ্রেপ্তার
দুজনকেই
আজ
আদালতে
তোলা
হয়।
মঙ্গলবার
রাত
১২টার
পর
ডিবি
পুলিশ
মামলার
ছয়
নম্বর
আসামি
সুজন
মিয়াকে
গ্রেপ্তার
করে
জানিয়ে
মামলার
তদন্তকারী
কর্মকর্তা
তারাকান্দা
থানার
উপপরিদর্শক
আলাল
উদ্দিন
বলেন,
‘আজ
আসামিকে
আমরা
থানায়
নিয়ে
আসি।
গতকাল
আমরা
মামলার
৭
নম্বর
আসামি
মজলু
মিয়াকে
গ্রেপ্তার
করি।
দুজন
আসামিকে
আজ
আদালতে
সোপর্দ
করা
হচ্ছে।
তাঁদের
প্রত্যেককে
তিন
দিন
করে
রিমান্ডের
আবেদন
করা
হয়েছে।’
উল্লেখ্য,
বাউল
ফকিরের
মতো
দেখতে
এক
ব্যক্তিকে
ধরে
তিনজন
লোক
জোর
করে
চুল
কেটে
দিচ্ছেন।
বয়স্ক
মানুষটি
অনেকক্ষণ
চেষ্টা
করে
ছাড়িয়ে
নিতে
ব্যর্থ
হয়ে
শেষ
পর্যন্ত
অসহায়
আত্মসমর্পণ
করে
বলেন,
‘আল্লাহ,
তুই
দেহিস।’
সম্প্রতি
সামাজিক
যোগাযোগমাধ্যমে
এমন
একটি
ভিডিও
ছড়িয়ে
পড়ে।
এরপর
বিষয়টি
নিয়ে
দেশজুড়ে
তোলপাড়
শুরু
হয়।
এডমিন 















