১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গান-গল্পে কিশোর আলোর কৈশোর উদ্‌যাপন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 11

যেসব
দেশ
সবচেয়ে
বেশি
বই
পড়ায়
এগিয়ে,
তারা
প্রযুক্তিগতভাবেও
অনেক
এগিয়ে।
এমনকি
এই
পাঠকদের
বেশির
ভাগই
তরুণ।
অর্থাৎ
বই
না
পড়লে
এগোনো
যায়
না।
তাই
সবাইকে
বই
পড়ার,
সিনেমা
দেখার

গান
শোনার
আহ্বান
জানান
প্রথম
আলোর
নির্বাহী
সম্পাদক
সাজ্জাদ
শরিফ।

ছাড়াকার

চিকিৎসক
রোমেন
রায়হান
কিছুটা
আফসোসের
সুরেই
বলেন,
সবাই
কবি
হতে
চায়,
কিন্তু
ছড়াকার
হতে
চায়
না।
এরপর
তিনি
তাৎক্ষণিকভাবে
একটি
ছড়া
শোনান,
‘কিশোর
আলোর
বয়স
হলো
বারো,
সামনে
তোমরা
আরও
বাড়ো।’

কমিকস
আঁকার
নিয়মকানুন
তুলে
ধরেন
উন্মাদ
সম্পাদক
আহসান
হাবীব।
উপস্থিত
খুদে
পাঠকদের
উদ্দেশে
বলেন,
বিদেশি
কার্টুন,
কমিকস
থেকে
ধারণা
নেওয়া
যাবে।
কিন্তু
নিজস্ব
সংস্কৃতির
চরিত্র
দাঁড়
করাতে
হবে।

কার্টুনিস্ট
মেহেদী
হক
বলেন,
সৃষ্টিশীল
কিছু
করতেই
হবে,
বিষয়টি
এমন
নয়।
যা
ভালো
লাগে,
যেটা
আনন্দ
দেয়,
সেটাই
করতে
হবে।

মেয়েদের
কার্টুন
আঁকা
দরকার
বলে
মত
দিলেন
কার্টুনিস্ট
নাসরিন
সুলতানা
মিতু।
তাঁর
কথায়,
প্রতিদিন
মেয়েরা
যেসব
ঘটনার
মুখোমুখি
হয়,
তা
কার্টুনে
প্রকাশ
করা
যায়।

ট্যাগঃ

গান-গল্পে কিশোর আলোর কৈশোর উদ্‌যাপন

আপডেট সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

যেসব
দেশ
সবচেয়ে
বেশি
বই
পড়ায়
এগিয়ে,
তারা
প্রযুক্তিগতভাবেও
অনেক
এগিয়ে।
এমনকি
এই
পাঠকদের
বেশির
ভাগই
তরুণ।
অর্থাৎ
বই
না
পড়লে
এগোনো
যায়
না।
তাই
সবাইকে
বই
পড়ার,
সিনেমা
দেখার

গান
শোনার
আহ্বান
জানান
প্রথম
আলোর
নির্বাহী
সম্পাদক
সাজ্জাদ
শরিফ।

ছাড়াকার

চিকিৎসক
রোমেন
রায়হান
কিছুটা
আফসোসের
সুরেই
বলেন,
সবাই
কবি
হতে
চায়,
কিন্তু
ছড়াকার
হতে
চায়
না।
এরপর
তিনি
তাৎক্ষণিকভাবে
একটি
ছড়া
শোনান,
‘কিশোর
আলোর
বয়স
হলো
বারো,
সামনে
তোমরা
আরও
বাড়ো।’

কমিকস
আঁকার
নিয়মকানুন
তুলে
ধরেন
উন্মাদ
সম্পাদক
আহসান
হাবীব।
উপস্থিত
খুদে
পাঠকদের
উদ্দেশে
বলেন,
বিদেশি
কার্টুন,
কমিকস
থেকে
ধারণা
নেওয়া
যাবে।
কিন্তু
নিজস্ব
সংস্কৃতির
চরিত্র
দাঁড়
করাতে
হবে।

কার্টুনিস্ট
মেহেদী
হক
বলেন,
সৃষ্টিশীল
কিছু
করতেই
হবে,
বিষয়টি
এমন
নয়।
যা
ভালো
লাগে,
যেটা
আনন্দ
দেয়,
সেটাই
করতে
হবে।

মেয়েদের
কার্টুন
আঁকা
দরকার
বলে
মত
দিলেন
কার্টুনিস্ট
নাসরিন
সুলতানা
মিতু।
তাঁর
কথায়,
প্রতিদিন
মেয়েরা
যেসব
ঘটনার
মুখোমুখি
হয়,
তা
কার্টুনে
প্রকাশ
করা
যায়।