বিশ্বনেতাদের
সঙ্গে
প্রধান
উপদেষ্টার
কৌশলগত
বৈঠক
প্রসঙ্গে
শফিকুল
আলম
বলেন,
অধ্যাপক
ইউনূস
উচ্চপর্যায়ের
একাধিক
দ্বিপক্ষীয়
বৈঠক
করেন,
যা
বাংলাদেশের
বৈশ্বিক
অংশীদারত্ব
জোরদার
ও
যৌথ
অগ্রাধিকারের
প্রসারে
ভূমিকা
রাখে।
শফিকুল
আলম
জানান,
ইতালি,
ফিনল্যান্ড,
নেদারল্যান্ডস,
পাকিস্তান,
অস্ট্রেলিয়া,
আলবেনিয়া,
কসোভো
ও
ভুটানের
নেতাদের
সঙ্গে
বৈঠকে
গণতান্ত্রিক
শাসন,
বাণিজ্য,
জলবায়ু
সহনশীলতা
ও
মানব
উন্নয়নের
বিষয়
গুরুত্ব
পায়।
প্রেস
সচিব
আরও
বলেন,
প্রধান
উপদেষ্টা
জাতিসংঘের
মহাসচিব
আন্তোনিও
গুতেরেস,
ইউএনএইচসিআরের
প্রধান
ফিলিপো
গ্র্যান্ডি,
ইউনিসেফের
নির্বাহী
পরিচালক
ক্যাথরিন
রাসেল,
জাতিসংঘের
আন্ডার
সেক্রেটারি
জেনারেল
রাবাব
ফাতিমা,
বিশ্বব্যাংকের
প্রেসিডেন্ট
অজয়
বাঙ্গা,
নেদারল্যান্ডসের
রানি
ম্যাক্সিমা
এবং
আইএমএফের
ব্যবস্থাপনা
পরিচালক
ক্রিস্টালিনা
জর্জিয়েভার
সঙ্গে
বৈঠক
করেন।
এ
ছাড়া
অধ্যাপক
ইউনূস
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্প
আয়োজিত
নৈশভোজে
অংশ
নিয়ে
শীর্ষ
নেতাদের
সঙ্গে
মতবিনিময়
করেন।
যুক্তরাষ্ট্রের
বিশেষ
দূতের
সঙ্গেও
তাৎপর্যপূর্ণ
আলোচনা
হয়,
যেখানে
আঞ্চলিক
সহযোগিতা
ও
বহুপক্ষীয়
কূটনীতিতে
বাংলাদেশের
কেন্দ্রীয়
ভূমিকা
উঠে
আসে।
এডমিন 










