ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে অন্তত ৪৭ জন মারা গেছে। এর পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দেশটির আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধউবোজি বলেন, দেশটির পূর্বাঞ্চলে ভারতের সীমান্ত ঘেঁষা ইলাম জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় ৩৫ জন মারা গেছেন। খবর আল জাজিরার।
এছাড়াও, শুক্রবার বন্যার পানিতে ভেসে যাওয়ার পর থেকেই নয় ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং দেশটিতে এ সময় বজ্রপাতে নিহত হয়েছেন আরও তিনজন। হিমালয়ের কোলঘেঁষা দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে ক্রমাগত ভারী বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে জানান কালিদাস।
সেপালের ন্যাশনাল ডিজ্যাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র শান্তি মাহাত বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান।
ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও জরুরি তৎপরতা অব্যাহত রাখতে সোম ও মঙ্গলবার নেপালজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, সরকারের মুখপাত্র রামেশ্বর দঙ্গল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা উল্লেখ করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
নেপালের আবহাওয়া কর্তৃপক্ষ অন্তত ১২টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রাম যোশি নদী বা জলাশয়ের আশপাশে অবস্থানকারী মানুষদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে বলেছেন।
এএমএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 













