দ্বিচারিতা
তেহরান
আইএইএর
বিরুদ্ধে
দ্বিচারিতার
অভিযোগ
করেছে।
তারা
বলেছে,
সংস্থাটি
পরমাণু
অস্ত্র
বিস্তাররোধ
চুক্তির
(এনপিটি)
আওতায়
দায়িত্বে
থাকা
সত্ত্বেও
ইরানের
পারমাণবিক
স্থাপনায়
ইসরায়েলের
হামলার
নিন্দা
জানাতে
ব্যর্থ
হয়েছে।
যুক্তরাষ্ট্রের
নেতৃত্বে
পশ্চিমা
দেশগুলো
বহুদিন
ধরে
ইরানের
বিরুদ্ধে
পারমাণবিক
অস্ত্র
তৈরির
চেষ্টার
অভিযোগ
করে
আসছে।
তাদের
এই
দাবির
ইন্ধনদাতা
ইসরায়েল।
তেহরান
সব
সময়
তাদের
ওই
অভিযোগ
প্রত্যাখ্যান
করেছে।
বরং
দেশটি
জোর
দিয়ে
বলেছে,
তাদের
পারমাণবিক
প্রকল্পের
উদ্দেশ্য
সম্পূর্ণরূপে
বেসামরিক।
এনপিটির
অধীনে
ইউরেনিয়াম
সমৃদ্ধ
করার
অধিকার
তাদের
রয়েছে।
ইরানের
পার্লামেন্টের
কয়েকজন
সদস্য
এনপিটি
চুক্তি
থেকে
সম্পূর্ণ
সরে
আসার
প্রস্তাব
তুলেছিলেন।
তবে
দেশটির
প্রেসিডেন্ট
মাসুদ
পেজেশকিয়ান
বলেছেন,
তাঁর
দেশ
চুক্তির
শর্ত
অনুসরণ
করে
যাবে।
এডমিন 















